কিছু কথা

4 20
Avatar for Nusaiba60
3 years ago

** আপনি যদি একজনকে দশ দিনের মধ্যে নয় দিন সাহায্য করেন আর মাত্র একদিন নিজের অপারগতার জন্য সাহায্য করতে না পারেন ; দেখবেন মানুষ আপনার সেই একদিন সাহায্য করতে না পারার কথাটাই মনে রাখবে তার কাছে বাকি নয়দিন সাহায্যের কোনো দামই পাবেন না**

**প্রয়োজনের থেকে কাউকে বেশি মূল্য দিবেন না, তাহলে তার কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন**

**আপনি যাইয়ে করেন না কেনো; ভালো বা খারাপ। পাছে লোকে কিছু বলবেই**

**ভুল কোনো মানুষের জন্য নিজের অনুভূতি নস্ট করবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন আপনার কাছে ভালোটা এসে ধরা দিবেই**

**বোকাদের সাথে তর্কে যাবেন না, তাদের সাথে তর্ক করার থেকে চুপচাপ থাকাই শ্রেয়**

7
$ 0.00
Avatar for Nusaiba60
3 years ago

Comments

ভালো লাগছে। সব কথাগুলোই খুবই গুরুত্বপূর্ণ। আর এ গুলো ফলো করাটা ও লাভবানের কাজ। ধন্যবাদ

$ 0.00
3 years ago

খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ। খুব ভালো লিখছেন এবং বলছেন।মানুষ এমন এক বিরল প্রজাতির তারা সারা বছরের উপকারের ফল দিতে না পারলেও তার একদিনের অপকারের ফল ঠিকি দিবে।আর মূর্খরা বুঝে কম চিল্লায় বেশি তাই তাদের সাথে কম কথা বলাই শ্রেয়।

$ 0.00
3 years ago

ভুল কোনো মানুষের জন্য নিজের অনুভূতি নস্ট করবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন আপনার কাছে ভালোটা এসে ধরা দিবেই** ekdom e tai... sundor sundor ukti..thanks I have subscribed liked and commented ...plz subscribe my id and like comment

$ 0.00
3 years ago

সঠিক কথা বলেছেন। বেশির ভাগ মানুষ অন্য মানুষের খারাপ বা মন্দ দিকটাই বেশি মনে রাখে।

$ 0.00
3 years ago