ডাক্তার রোগির হাত ধরে কিছু একটা দেখছেন 🔷️
খুব পরিচিত একটা দৃশ্য 🤗
আসলে কি চেক করছেন তিনি ?
✅Pulse দেখছেন
✅Pulse বা রক্তচাপ কি❓
⭕The expansion of the arterial wall due to the pressure wave as the blood travels along the arteries during systols and the expansion is palpable as pulse 💟
💠আমাদের দেহে রক্ত artey এর মধ্য দিয়ে চলার সময় artey এর গায়ে যে pressure বা ধাক্কা দেয় সেটাই হল Pulse 🅿️ এর জন্য দায়ী হলো হৃদপিন্ডের সিস্টোল সংকোচন 💓
Heart❤️ থেকে রক্ত Aorta তে পাম্প করার 0.1 সেকেন্ড পর আমরা Artery পালস অনুভৱ করতে পারি ☑️
Pulse চেক করে আমরা কি কি জানতে পারি ❓
♦️হৃদপিন্ডের অবস্থা
(Condition of heart )
🔶ধমনির অবস্থা
(Condition of arteries )
🔷ব্লাড প্রেসার এর পরিবর্তন
(change of blood pressure)
‼️আচ্ছা পালস কি করে মাপে🤔
🧿Arterial pulse মাপার common site :
🔰Radial pulse
🔰Carotid pulse
🔰Femoral pulse
🔰Brachial pulse
🔰Axillary pulse
🔰Facial pulse
🔰Posterior tibial pulse
♦️♦️Radial Pulse :
The pulse that is felt over the radial artery is called radial pulse .
🟧Radial pulse চেক করার জন্য হাতের তর্জনী (index finger ), মধ্যমা(Middle finger ),
অনামিকা( Ring Finger )
আঙ্গুল তিনটি কে হাতের কব্জিতে
(Wrist /lower end of the radius) Radial artery এর উপরে আলতো করে পাশাপাশি রাখতে হবে🟠
🟩সাধারণত পুরুষদের ডান হাতের এবং মহিলাদের জন্য বাম হাতের pulse নেওয়া হয় 🟢
🟦হাত ধরে ঘড়ির🕝 দিকে তাকাতে হবে, beat গণনার জন্য ঘড়ির সেকেন্ডের কাঁটা 3,6,9 অথবা 12 এর উপর থেকে গণনা শুরু করলে মনে রাখতে easy হয় 🔵
🟨10 সেকেন্ড যাবৎ beat মাপতে হবে এবং বিট সংখ্যা কে 6 দ্বারা গুন করে অথবা 30 সেকেন্ড যাবৎ মাপতে হবে তারপর 2 দ্বারা গুণ করতে হবে , তাহলে প্রতি মিনিটে beat সংখ্যাটা পাওয়া যাবে।🟡
🔴 প্রতি মিনিট এ পালস সংখ্যা টাই হল Pulse rate.
✅ Normal Pulse Rate
(beats/min)
☑️Newborn infant :130-140
☑️0ne year :110-130
☑️Two year :90-115
☑️Child :80- 110
☑️7-14 years. :75-90
☑️14-21 years. : 70-80
☑️Adult :60-100
☑️Senior : 65-85
খুব গুরুত্বপূর্ণ পোস্ট।এই তথ্যগুলো আগে জানা ছিলোনা।উপকৃত হলাম।ধন্যবাদ