মায়া মমতায় পরিপূর্ণ আমাদের এই সোনার বাংলাদেশ☺। এদেশের প্রাকৃতিক রূপে মুগ্ধ হয়ে অনেক বাংলাদেশিই কবি হয়ে পড়েছেন। তার চিরচেনা সবুজ ফসলভরা মাঠ, পাখির ডাকের সাথে সূর্যোদয়ের আগমন, মিষ্টিরৌদ্রময় বিকেল ও মায়াভরা আকাশ নিয়ে আবির্ভাব হয় রাতের ☺।
তো আমি তেমন কেউ নয় যে কবির সূর নকল করবে, আমি এই বাংলার মাটির সাথে মিশে যাওয়া একজন সাধারণ মানুষ মাত্র। বাংলার মাটির সুগন্ধ, প্রাকৃতিক রূপ সত্যিকার অর্থেই হৃদয়ছোয়া।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে"
ছবির ক্রেডিটঃ মুহাম্মাদ নাদের মাহবুব খান (নাবিল)
বিশেষ করে মেঘময় আকাশ, ধানের ক্ষেত, মন জুড়ানো দখিনা বাতাস চিরকাল এ দেশবাসীর মধ্যে কবি কবি ভাব পৌছিয়ে দেয়।
ছবির ক্রেডিটঃ মুহাম্মাদ নাদের মাহবুব খান (নাবিল)
আরো একটা কথা। বিকেল বেলা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা মুহূর্তটাতো প্রচন্ড শান্তিময়।
যাহোক, বেশি লিখতে পারলাম না ব্যস্ততার কারণে, দেশকে ভালোবাসি, দেশের মাটির সাথে মিশে যেতে চাই।
#আমার_সোনার_বাংলা
Wow onkk sundor photograph vaiya. Sotti onk beautiful. R apnar article gulao onkk sundor vaiya. Sotti mon chuye jai apnar article gulo onkk onkk dhonnobad vaiya eto sundor article likhar jonno