বাঙালি বীরের জাতি। যাদের স্বাধীনতা প্রাপ্তি ছিলো রক্তের বিনিময়ে। সেই হাজার বছর ধরে মোঘল, ব্রিটিশ, পাকিস্তানিদের পরাজিত করে আজকের এই বাংলাদেশ। তার সাথে সাথে প্রতি বছর নেমে আসে তাদের উপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহো নানা রকম প্রাকৃতিক দূ দূর্যোগ। দেশের অনেক অঞ্চলে প্রতি বছর দুই তিন বার এমন বিপর্যয় নেমে আসে। প্রাণ যায় অনেকের, বহু মানুষ মুহূর্তের ব্যবধানে হয়ে পরে ভিটে মাটি হারা। কিন্তু আপনি যদি লক্ষন করেন তো দেখতে পাবেন এরা কি পরিমান সহনশীল, পরিশ্রমী। খুব অল্প সময়ের ব্যবধানেই তারা আবার নতুন উদ্দীপনায় জীবন কে গুছিয়ে নিতে চেষ্টা করে। আজ যে বন্যায় তার ঘর হারিয়ে আশ্রয় কেন্দ্রে, কাল থেকেই দেখবেন সে আবার লেগে পড়েছে বাড়ি মেরামতের কাজ করতে। দুঃখের বিলাসিতা করার এদের সময় কোথায়, ঠিক মতো এক বেলা খাবার আর সামান্য মাথা গোজার ঠাঁই পেলেই এদের দিন চলে যায়।
"আমরাতো অল্পে খুশি
কি হবে দুঃখ করে
আমাদের দিন কেটে যায়
সাধারণ ভাত কাপড়ে "
আমার সংশয় আছে, পৃথিবীর অন্য কোন জাতির পক্ষে এমন সম্ভব কিনা। বাঙালি জাতির মতো বারবার মার খেয়ে, আঘাত পেয়েও আবার ঘুরে দাড়ানোর ক্ষমতা আর খুব কম জনগোষ্টীর মধ্যে পরিলক্ষিত হয়েছে।। আসলে ওরা তো যোদ্ধা। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ, নানা ঝড় ঝাপটা আমাদের জন্মগত ভাবেই শক্তিশালী করে তুলেছে।
কৃতজ্ঞতা সেই সব জাতির প্রতি যারা উপমহাদেশে এসে বারবার আমাদের দমিয়ে রাখতে চাওয়া বাংলা দখল করতে চাওয়ার দুঃসাহসিকতা না দেখালে হয়তো আজ আমরা নিজেদের চিনতে পারতাম না।
১৯৭১ এ খড় কুটো নিয়ে বেচে থাকা আর তার সাথে সামান্য অস্ত্র দিয়ে স্বসস্ত্র সামরিক শক্তিসম্পন্ন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা এই বাঙালি জাতি সহজে দমিবার পাত্র নয়। ❤