ধন্যবাদ, আসলে আমি শুধু টিপ নিয়ে আমার যাবতীয় ভালোবাসা, পাগলামো প্রকাশ করতে চেয়েছি আমার লেখার মাধ্যমে :)
I love this tip. But as Iam hijabi I never get chance to put those. I use them on my little sister. Good article by the way.
I can understand dear, sometimes you can use it at your home only if you want, only for satisfy yourself.
ইচ্ছামত লিখবি। কেউ বিরক্ত হবে না। এই একটা প্ল্যাটফর্ম তুই যা ইচ্ছা লিখতে পারবি কেউ এতো দেখবেও না। এতো ঝামেলাও নাই। তোমার মনের কথাগুলো লিখতে থাকো।
এটাই ভরসা,এইসব হাবিজাবি লেখা অন্য কারো চোখে পড়ার সম্ভাবনা খুবই কম।
পড়ণে শাড়ি সাথে কপালে ছোট লাল টিপ এতেই তোর সাজ স্বয়ং সম্পূর্ণ হয়। আর সত্যি বলতে তোকে সাধারণ ভাবেই সুন্দর লাগে। জানিনা সাজলে কেমন লাগবে। আর বলতেই হয় টিপ বাঙ্গালি মেয়েদের সত্যিকারের বাঙ্গালি করে তোলে।
ধন্যবাদ কমেন্টের জন্য। টিপ ছাড়া কোনদিন আমার কোন সাজই কমপ্লিট মনে হয় না, যতোই সাজি না কেন।
খারাপ হয়নি লেখা, সামনে আরো ভাল ভাল লেখা আশা করছি, শাড়ি আর টিপ একটা পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট।
আমারো ঠিক সেটাই মনে হয়৷ কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই এখনো অনেক মেয়েরা এটা জানে না টিপ আর কাজলের পড়েই সে সবচেয়ে সুন্দর।
Wow! Good writing. Your article make me nostalgic. Keep it up dear. You have a excellent writing skill