পরসু থেকে অফিসিয়াল ভাবে লকডাউন হয়ে যাচ্ছে আমাদের এলাকা। শহরের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। যদিও আপনি যদি সকালের দিকে বের হোন, তাহলে মনে হবে সব নরমাল আগের মতো। সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, যদিও বাস্তবতা ভিন্ন। আশেপাশে শুধু চারপাশ থেকে খারাপ খবর আসছে। এইসব খারাপ খবর আর নিতে পারি না। মন মেজাজ বিক্ষিপ্ত থাকে, অকারনেই মেজাজ খিটখিটে হয়ে পড়ে। সারাদিন বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। টিভিতে নিউজ দেখা কমিয়ে দিয়েছি, খুব কম সময় কাটাই ফেইসবুকে। তবুও খারাপ খবর যেন পিছু ছাড়ে না, কোনো না কোনো ভাবে কানে এসে পড়ে। হঠাৎ করে কেন জানি না মাঝে মাঝে মৃত্যুভয় তাড়া করে বেড়ায়। শুধু মহামারীর জন্য নয়, মনে হয় বয়সটা তো বাড়ছে ধীরে ধীরে। একদিন হঠাৎ করেই হয়তো সব আলো নিভে যাবে। সুন্দর পৃথিবীটা দেখা হবে না আর। সব থাকবে ঠিকই আগের মতো করে, শুধু মাঝখান থেকে আমি হারিয়ে যাবো। তবুও কিছু মানুষের কাছে পৃথিবীটা আমার মতো এতো সুন্দর হিসেবে ধরা দেয় না , তাদের কাছে বেঁচে থাকাটাই যন্ত্রণা হয়ে দাঁড়ায়, তাই তারা অকালেই ঝড়ে পড়তে চায়। আহারে, কী কষ্টের তাদের কাছে বেঁচে থাকা!
কাল কী হবে বলতে পারবো না, আজ বেঁচে আছি, কতোদিন থাকবো, জানিনা!
Our area is going to be officially locked down from the day after tomorrow. The condition of the city is getting worse day by day. Even if you go out in the morning, everything will feel normal. Everyone is roaming outside as usual for their own purpose but the reality is different. Bad news is coming from all around. I can't take this bad news anymore. The mood of the mind is scattered, the mood becomes irritable for no reason. I try to keep myself busy through various activities throughout the day. I have reduced watching news on TV, spending very little time on Facebook. However, the bad news does not leave behind, somehow comes to me. Suddenly I don't know why sometimes the fear of death chases me. Not just for the epidemic, the age is getting older day by day. Maybe one day all the lights will go out suddenly. One day the beautiful world will not be seen. Everything will be the same as before, only I will be not able to see It's beauty. Yet for some people the world is not as beautiful as it is for me, for them survival is a pain, so they want to finish themeselves at very early stage. What a hardship to survive for them!
I can't say what will happen tomorrow, I am alive today, I don't know how long I will stay!
Don’t worry @munia thanks for the English translation I will make posts like that as well. I tried for work for one hospital but they are paying low on the offer that’s why I don’t know if I’ll accept