টুকটাক কবিতা পড়তে আমি ভালোবাসি। জীবন জগৎ যখন থমকে আছে তখন কিছুকিছু কবিতা আমাদের স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। অনেকদিন ধরেই এই কবিতাটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চোখে পড়ে, হয়তো অনেকের পড়া তবুও সবার সাথে শেয়ার করতে ইচ্ছা হলো।
শঙ্খচিল আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে...
কবিতাটির নাম শঙ্খচিল
সুস্ত্থ,সুন্দর থাকুন সকলে।
Good one. Well written. Keep writing more.