A greeting To our national poet

19 39

Kazi Nazrul Islam was the nation poet of our country. He was a Bangladesh poet, short story writer, litarary translator solider, film actor and musician. Today is the 121st birth anniversary of our great poet. Nazrul. He was born in 25 May, 1899. We always remember him with respect. He will exist in our everyday day life within his poet, songs for long time.

Today i want to share a famous bengali poet of Nazrul, this is Nari-নারী,

so here it is,

সাম্যের গান গাই

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,

অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।

নরক কুন্ড বলিয়া তোমা’ করে নারী হেয় জ্ঞান?

তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,

ক্লীব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে।

এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল

নারী দিল তাহে রূপ-রস-সূধা-গন্ধ সুনির্মল।

তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ?

অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শা-জাহান। জ্ঞানের লক্ষী, গানের লক্ষী, শষ্য-লক্ষী নারী,

সুষম-লক্ষী নারীওই ফিরিছে রূপে রূপে সঞ্চারী’।

পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী

এনেছে যামিনী শান্তি সমীরণ বারিবাহ।

দিবসে দিয়াছে শক্তি সাহস,

নিশিথে হয়েছে বঁধু পুরুষ

এসেছে মরুতৃষা লয়ে নারী যোগায়েছে মধু।

শষ্য ক্ষেত্র উর্বর হল,পুরুষ চালাল হাল,

নারী সেই মাঠে শষ্য রোপিয়া করিল সুশ্যামল।

নর বাহে হল, নারী বহে জল,সেই জল মাটি মিশে’

ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে

স্বর্ণ-রৌপ্যভার, নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার।

নারীর বিরহে, নারীর মিলনে‌ নর পেল কবি-প্রাণ

যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।

নর দিল ক্ষুধা, নারী দিল সুঢা,সুঢায় ক্ষুধায় মিলে’

জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে।

জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান

মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান।

কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে

কত নারী দিল সিঁথির সিদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপড়ি,

কত বোন দিল সেবা

বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোন কালে একা হয়নি ক জয়ী পুরুষের তরবারী

প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।

রাজা করিতেছে রাজ্য শাসন,

রাজারে শাসিছে রানী,

রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি।

পুরুষ-হৃদয়হীন,

মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাক, অমর মহামানব,

বরষে বরষে যাদের স্মরণে, করি মোরা উৎসব

খেয়ালের বশে তাদের জম্ম দিয়েছে পিতা লব কুশ বনে

ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা!

নারী, সে শিখাল শিশু পুরুষেরে,

স্নেহ-প্রেম, দয়া-মায়া দীপ্ত নয়নে পরল কাজল, বেদনার ঘন ছায়া!

অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ,

বুকে নিয়ে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ! তিনি নর-অবতার-

পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার!

পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর-

নারী চাপা ছিল এতদিন,আজ চাপা পড়িয়াছে নর! সে-যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না ক,

নারীরা আছিল দাসী!

বেদনার যুগ,মানুষের যুগ, সাম্যর যুগ আজি,

কেহ রহিবেনা বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি!

নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে

আপনারি রচা অই কারাগারে পুরুষ মরিবে ভুগে।

যুগের ধর্ম এই-

পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!

শোনো মর্ত্যের জীব!

অন্যরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!

স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরিতে নারী!

করিল তোমা বন্দিনী, বল, কোন সে অত্যাচারী?

আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যকুলতা,

আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নৈপথ্যে কও কথা!

চোখে চোখে আজ চাহিতে পারনা; হাতে রুলি,পায়ে মল,

মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙ্গে ফেল ও শিকল!

যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ঊড়াও সে আবরণ!

দূর করে দাও দাসীর চিহ্ণ, ঐ যত আভরণ!

সেদিন সুদূর নয়-

যে দিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর ও জয়।

9
$ 0.00
Sponsors of Munia
empty
empty
empty

Comments

It's nice for you to re-introduce a poet. I never heard about him until today. I need to translate the poem though.

$ 0.00
4 years ago

Oh dear, Nazrul is the National poet of our country Bangladesh, lots of work to translate his literature, poem are taken by Bangladeshi people to spread his work, hope in future i can show you something in English.

$ 0.00
4 years ago

It's alright but I do hope I can see something in English next time. Don't let me stop you, you can write anything you want to because I will be having my google translator around.

$ 0.00
4 years ago

Obviously dear i will try my best to write article in English, please always stay beside with me.

$ 0.00
4 years ago

Wow.. Kazi Nazrul is my favourite poet in Bangladesh. Love him always. Lovely post of lovely person.

$ 0.00
4 years ago

Not only a poet He was composed songs and many other things. Our National will always be grateful To him.

$ 0.00
4 years ago

Yeah. I like his Islami song. He wrote a lot of islamic song. So I like him.

$ 0.00
4 years ago

He is not only the national poet of Bangladesh but also unequivocally one of the most prominent names in Bangla literature. A great person.He also produced a large body of poetry and music with themes that included religious devotion and rebellion against oppression.I love him

$ 0.00
4 years ago

Yes, Nazrul's activism for political and social justice earned him the title of Rebel Poet. He contributes a lot in our bengali literature. I like also Nazrul Geeti to listen.

$ 0.00
4 years ago

It's a wonderful post regarding Our National poet Kazi Nazrul Islam. Thank you.. stay safe.

$ 0.00
4 years ago

এই দূর্যোগ এর সময় নজরুল এর গান, কবিতা, উপন্যাস আমাদের বেঁচে থাকার শক্তি প্রেরণা যোগায়।

$ 0.00
4 years ago

"সেদিন সুদূর নয়-

যে দিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর ও জয়"....this line....He is my favourite poet...and indeed he is our pride.. Nice post

$ 0.00
4 years ago

Yes, he is a hero of our country. This poem is all time favourite one, thank you dear for your comment.

$ 0.00
4 years ago

Kazi nazrul Islam was one of the greatest poet of Bangladesh. I like that man. His poem inspired us.i respect him.

$ 0.00
4 years ago

Amd the most important thing i's that he i's our national poet, we always remembered him with respect.

$ 0.00
4 years ago