1
24
শৈশব কৈশোরের সেই
আনন্দে ভরা দিন
স্মৃতির মণিকোঠায় আজো
আছে অমলিন।
দুরন্ত পনা আর দুষ্টুমিতে ভরা সেই
কিশোর বেলা
অবাধ স্বাধীন জীবন
ছিল খুশী আর আনন্দের মেলা।
হাসি আর আনন্দে ভরা
সেই সব দিন
ফিরে তো আসবেনা
আর কোন দিন।
হারিয়ে যাওয়া শৈশবের
সেই যে রঙিন দিন
জীবনের অ্যালবামে মোড়া স্মৃতি
থাকবে অমলিন।
শৈশবের দিনগুলি সবারই খুব মনে পড়ে।শৈশব কাল আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।এসময় আমরা প্রায় সারাদিনই খেলাধুলা করতাম