করোনা মহামারী যেন একপ্রকার আর্শীবাদ হয়েই এসেছে বিশ্ববিখ্যাত অনলাইন বেচাকেনার প্ল্যাটফর্ম 'অ্যামাজন'- এর জন্যে।
ডিসেম্বর থেকে এখন অবধি, বিশ্বের নামকরা, বাঘা বাঘা শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান যেখানে অচল হয়ে আছে, পৃথিবী-ব্যাপী মানুষ যখন ঘরের দরোজা লাগিয়ে ভাইরাস থেকে বাঁচতে মরিয়া, তখন যেন সত্যিকারের 'আঙুল ফুলে কলাগাছ' হয়ে আছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা মালিক জেফ বেজোসের। সাম্প্রতিক জরিপে দেখা যায়, অ্যামাজন তাদের তো বটেই, পণ্য বেচাকেনায় তারা হালের অনেক ডাকাবুকো রেকর্ডকে অনায়েশে টপকে গেছে এবার।
জানা যায়, এই ক'মাসেই অ্যামাজনের শেয়ারের দাম বেড়ে গেছে ২৬% যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
অ্যামাজন বই বেচার জন্যে এদেশে বিখ্যাত হলেও, পুরো বিশ্বে অ্যামাজন নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি বেচাকেনার জন্যে সুপরিচিত।
বলতে চাচ্ছি, একটা আইডিয়া কখন এবং কিভাবে যে আপনার জন্য শাপে বর হয়ে উঠবে, তা আপনি ধারণাও করতে পারবেন না। অ্যামাজনের দিকেই তাকান। পুরো বিশ্বে যেখানে মন্দা আর অর্থনীতির বেজায় দূর্দশা, সেখানে তারা করছে স্মরণকালের সেরা ব্যবসাটাই।
বিদেশী অ্যামাজনের কথা নাহয় বাদ-ই দিলাম। স্বদেশের সুপরিচিত অনলাইন বেচাবিক্রির প্ল্যাটফর্ম 'চালডাল ডট কম'- এর কথা যদি বলি, তারাও সম্ভবত তাদের প্রতিষ্ঠার পর সবচেয়ে রেকর্ড পরিমাণ বিক্রিটা করছে এখন।
আমি খোঁজ নিয়েছি, চালডাল ডট কমে আজকে অর্ডার দিলে সেই অর্ডার দিতে তারা নাকি সাত থেকে দশদিন সময় নিচ্ছে। কি পরিমাণ অর্ডার জমা হলে আজকের অর্ডার আপনাকে সাত থেকে দশদিন পর দেওয়া লাগে ভাবতে পারেন?
না, তাদের ব্যবসাগুলোকে দোষারোপ কিংবা নিন্দা-মন্দ করছিনা আমি, কেবল তাদের আইডিয়াগুলো যে কি 'সুপার ক্লিক' করেছে এই সময়ে, সেটা বলাই আমার একমাত্র উদ্দেশ্য।
সুতরাং, আমি আসলে কি বলতে চাচ্ছি?
আমি বলতে চাচ্ছি, ব্যবসা করেন। চাকরির পেছনে হন্যে হয়ে না ছুটে, অনেক বেশি ব্যবসায় জড়িত হোন। ব্যবসায়ে আছে অন্যরকম বারাকাহ। কুরআনে বলা আছে, 'আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম'।
আমাদের শিক্ষাব্যবস্থাটা এমন যে, এখানে আপনার পছন্দ এবং আগ্রহের বিষয়ে নিজেকে বিকশিত করার খুব বেশি সুযোগ আপনার সামনে থাকে না। যে ছেলেটার অঙ্ক পছন্দ, তাকে মুখস্ত করতে হয় পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য আর প্রস্থ। যে লিখতে ভালোবাসে, তাকে শিখতে হয় ম্যানেজমেন্টের তত্ত্বকথা। যে হয়তো-বা ভালো ব্যবসায়ী কিংবা ভালো উদ্যোক্তা হবার যোগ্যতা রাখে, সে হয়ে বসে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মোদ্দাকথা, প্রতিভা বিকাশের সুযোগ খুব স্বল্পই আপনার সামনে।
ব্যবসা করতে বলার উদ্দেশ্যে কয়েকটা। প্রথমত, এখানে আপনি আপনার প্রতিভার সবটুকু দেওয়ার সুযোগ পাবেন। যেহেতু নিজেই উদ্যোক্তা হবেন, তাই আপনার মেধা আর মননকে বিকশিত করার এরচেয়ে ভালো পন্থা আর পাবেন-ই না। দ্বিতীয়ত, একটা প্রতিষ্ঠিত ব্যবসা মানে কেবল আপনি একা নন, সেখানে যুক্ত হবে অনেক অনেক মানুষ। আপনার একটা উদ্যোগের ফলে, আপনি হয়ে উঠবেন অনেকগুলো মানুষের হালাল রিযিকের মাধ্যম।
তবে, ব্যবসা-ই যে করতে হবে, তা নয়। লেখাটার সারবস্তু হচ্ছে, নিজের পছন্দের বিষয়টাকে গুরুত্ব দিয়ে, সেটাতেই লেগে থাকা। সেটা ব্যবসা হতে পারে, লেখালেখি হতে পারে, হতে পারে হালাল যেকোনকিছু।
ব্যবসা মানে অনেকের চোখে কেবল তরি-তরিকারি বিক্রির দৃশ্য ফুটে উঠে। আদতে ব্যবসার সংজ্ঞা, অর্থ এবং পরিধি অনেক অনেক বিশাল। একটা আইটি ফার্মও একটা ব্যবসায় প্রতিষ্ঠান। আপনি হতে পারেন সেটার উদ্যোক্তা। যার নিজের একটা ছাপাখানা আছে যেখানে মানুষেরা বই ছাপায়, ওটাও একটা ব্যবসা-প্রতিষ্ঠান। আবার যে লোক টুপি বেচে, কিংবা অনলাইনে মধু বিক্রি করে, তারটাও ব্যবসা।
তাই, নিজের আগ্রহের জায়গাটা খুঁজে বের করে ঝাঁপিয়ে পড়ুন। An idea can change your life.
Indeed online business is booming. Amazon only that less? If I may believe the numbers given by our newspaper it's over 62% for online shops only. This includes those who just started.