সেই কবে নিউজপেপার পড়া ছেড়ে দিয়েছি, এখন ফেসবুক টাইমলাইন স্ক্রল করতেও ইচ্ছা করে না আর,মানুষের চেয়ে পশুপাখি অনেক ভাল, তারা কখনও নিজ গোত্রের সাথে এত নৃশংস হয় না,,বিশ্ব যেখানে এগিয়ে চলেছে জ্ঞান বিজ্ঞানে সেই আমরা এগিয়ে চলেছি নৃশংসতায়, মানবতা হারিয়ে গেছে, মনুষ্যত্ব আজ বিলুপ্ত প্রায়, মানুষ আজ বিক্রি হয় টাকার কাছে, টাকায় মানুষের আসল পরিচয়, মানুষের পাশে মানুষকেই তো দাড়াতে হবে, আমরা ভুলে যাই মানুষ মানুষের জন্য, জ্ঞান বিজ্ঞানের এই যুগে আমরা সবাই যেন এক একটা রোবট, বিশ্বের এই ক্রান্তিলগ্নেও আমরা ভাল হতে পারলাম না, অর্জন করতে পারিনি মনুষ্যত্ব, এর শেষ কোথায়? তবু্ও আমরা স্বপ্ন দেখি সুন্দর এক পৃথিবীর, এমন এক পৃথিবীর যেটা হবে শুধুই মানুষ আর মনুষ্যত্বের।
মনুষ্যত্ব হারিয়ে গেছে। বলতে গেলে মনুষ্যত্ব এখন টাকার কাছে পরাজিত। সমাজে এখন বিত্তবান রাই আত্ন মর্যাদা দিয়ে বেচে আছে।