অপশন হয়ে বেঁচে থাকার মতো কষ্টকর আর কিছুই হতে পারে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর আপনি জানেন, আজকের দিনে প্রয়োজন ছাড়া কেউ আপনার কাছে আসবে না। আসবে না কেউ তাদের পছন্দের মানুষদের অ্যাভেইলেভল পেলে।
আপনি জানেন, বন্ধু হোক, প্রেমিকা হোক- সবার কাছেই আপনি একটা অপশন। আড্ডা দেবার জন্য কেউ যখন আপনাকে ফোন দেয়, তখন বুঝতে পারেন, তার আড্ডা দেবার মতো কেউ এভেইলেভল নেই, তাই আপনাকে ফোন দিয়েছে। প্রেমের ক্ষেত্রেও ঠিক তাই।
এক্ষেত্রে, অচেনা কোনো মানুষের সাথে তাদের পরিচয় হলেও আপনি জানেন, অপশনটা আপনিই থাকবেন। একসময় তারা কেউই আপনার খোঁজ নিবে না। বরং, আপনি তাদের সঙ্গ চাইলে, তারা সঙ্গ দিবে ঠিকই; কিন্তু, বারবার আপনাকে রিয়েলাইজ করাবে, "আপনার তাদের কাছে আসাটা ঠিক হয় নি। আপনার উপস্থিতি তাদের কাছে ম্যাটার করে না।"
তারপর, কিছুদিন পর যখন তাদের সবগুলো অপশন অফ হয়ে যাবে, তখন তারাই আবার ফিরে আসবে আপনার কাছে। ভাব করবে, আপনি ছাড়া তাদের চলেই না।
এভাবে অপশন হয়ে বেঁচে থাকাটা একটা অভিশাপ। তারপরও, বেঁচে থাকি। কেননা, কে জানে, মরতে গেলে মৃত্যু আবার অপশন বানিয়ে রেখে দিবে কি না?
nice article..