কাউকে স্বপ্ন ভেবে সামনে এগুচ্ছেন। তবে সাবধান হোন।
আপনার কিছু স্বপ্ন আছে। আপনার ঠোঁটের কোনে স্বস্তিময় এক চিলতে হাসির কারণ হচ্ছে সেগুলো। কিছুক্ষণের জন্যে হারিয়ে যান। বেঁচে থাকতে ইচ্ছে করে।
কাউকে নিয়ে স্বপ্ন দেখে থাকলে সেগুলোকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করা যায়। কাউকে ঘিরে এই স্বপ্নটা যখন পূরন হয়না ঠিক তখন কাঁচের গ্লাসের মতই ভেঙ্গে টুকরো টুকরো যায়। তখন গ্লাসের জন্যে চিন্তা হওয়ার থেকে সেই গ্লাসের ভাঙ্গা টুকরোগুলো দিয়ে রক্তাক্ত হবার সম্ভাবনাই থাকে সবচেয়ে বেশি।
কাউকে স্বপ্ন ভেবে সামনে এগুচ্ছেন। তবে সাবধান হোন। স্বপ্ন নামের এই গ্লাসটাতে ফাটল ধরার আগেই সেটাকে নিরাপদ দুরত্বে সরিয়ে রাখুন। যাতে সেটা ভেণভভে গেলেও তার টুকরো টুকরো থাকা কাঁচ আপনাকে রক্তাক্ত করতে না পারে। ভালো থাকতে শিখে যাবেন।
.
ভালো লিখছেন।বাট আশা ছাড়া যাবেনা জীবনের শেষ টা দিয়ে হলেও ট্রাই করবেন।