ম্যাচুয়ারিটি

3 14
Avatar for Khairul28
4 years ago

যে একবার ভেঙে নিজেকে শক্ত করে নিয়েছে, তাকে দ্বিতীয়বার ভাঙ্গানোর কোনো সুযোগ নেই... বরং সেই মানুষটা এতটাই শক্ত হয়ে যায় তাকে আর ভাঙানো যায় না !!

.

ভেঙে যাওয়ার আগে অল্পতেই যার চোখ ভিজে যেতো, এখন তার অধিক আঘাত পেলেও কিছুই হয়না... আবেগী হয়ে যে মানুষটা সব সময় ইমোশনাল হয়ে থাকতো, সেও এখন আবেগহীন হয়ে কঠোর হয়ে গিয়েছে... এখন কারো দেয়া আঘাত তাকে স্পর্শ করতে পারে না !!

.

ভেঙে যাওয়া মানুষটা এমনিতেই শক্ত হতে পারেনি... তার শক্ত হয়ে যাওয়ার পিছনে রয়েছে অজানা অনেক গল্প... যে গল্পে রয়েছে একটু একটু করে ভেঙে যাওয়ার দীর্ঘশ্বাস আর স্বপ্নভঙ্গন... যা খুব কম মানুষই জানে !!

.

পৃথিবীর সবকিছুই বারবার ভেঙে ফেলা যায়, কিন্তু মানুষের মন কিন্তু একবারই ভাঙে... তারপর যেটা হয় সেটা হলো ভাঙা মনের দাগটা ধীরে ধীরে মুছতে শুরু করে নয়তো নতুন করে আবারো দাগ গাড় হয়... কিন্তু একেবারে ক্ষতদাগ মুছে ফেলা যায় না !!

.

যে মানুষটা ভেঙে শক্ত হয়েছে সে অনেক কিছুই নতুন করে বুঝতে শিখেছে... ভালোমন্দ কিংবা ঠিক বেঠিক সেগুলো এখন আর কারো থেকে বুঝে নিতে হয় না... মানুষটা পিছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে সে বাঁচতে শিখেছে... সে এখন জানে জীবনের মর্ম !!

.

সবকিছুই ভেঙে গেলে তা নরম হয়ে দুর্বল হয়ে যায়... কিন্তু মানুষের মন ভেঙে গেলে নরম হয় না, বরং ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে... মন ভাঙার আগে মানুষ যতটা নরম থাকে, মন ভেঙে যাওয়ার পর মানুষ তারচেয়েও বেশি নিজেকে শক্ত করে নিতে পারে !!

.

এই পৃথিবীতে প্রতিটা কঠিন মনের মানুষই এক একটা ভেঙে যাওয়া মানুষ... এরা একটা সময় সবথেকে বেশি নরম মনের মানুষ ছিলো... কঠিন মনের মানুষ খারাপ হয়না, কিন্তু তাদের কঠিন হয়ে যাওয়ার পিছনের গল্পটা বড্ড খারাপ কিংবা করুণ হয় !!

.

ভেঙে যাওয়া মানুষ বরাবরই পরিপাটি ও গোছানো থাকে... এরা বাস্তবতা বুঝে গিয়েছে, আবেগ এখন তাদের অতটা স্পর্শ করতে পারেনা... জীবনে একটা ভেঙে যাওয়া মানুষ দরকার... কারণ এরা আর যাই


4
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

ম্যাচুরিটি মানে, যখন আপনি অন্য কাউকে পরিবর্তন করার পরিবর্তে নিজেকে পরিবর্তন করবেন। ম্যাচুরিটি মানে, আপনি যখন বুঝে যাবেন প্রত্যেকেই তার নিজের জায়গাতে সঠিক। ম্যাচুরিটি মানে, সব কিছু তার ইচ্ছে মতোই হোক। ম্যাচুরিটি মানে, আপনি তাদেরকে সেইভাবেই গ্রহন করছেন প্রকৃতপক্ষে তা যেমন। ম্যাচুরিটি মানে, যখন আপনি আপনার সম্পর্ক থেকে অতিরিক্ত প্রত্যাশা ছেড়ে দিবে। ম্যাচুরিটি মানে আপনি যখন পৃথিবীর কাছে নিজেকে জাহির করা বন্ধ করবেন। এরুকুম অনেক বৈশিষ্ট্য আছে যেটা ম্যাচুরিটির পর্যায়ে পড়ে।বাট আপনার গুলার সাথে মিল পাওয়া যাচ্ছে না।ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আসলে ম্যাচুরিটি এমন একটা জিনিস যেটা অনেক সময় দেখা যায় একটা মাস্টার্স পাস ব্যাক্তির ও আসেনা,অথচ সে কিন্তু শিক্ষিত।আবার অন্য দিকে অনেক সময় দেখা যায় ইন্টারের ছেলে হাই লেভেলের ম্যাচুরিটি। যারা খুব অল্পতেই রিয়েলিটি বুঝে যায় তারা ম্যাচুয়েড।ম্যাচুরিটি মানেই হলো নিজেকে জানা,বুঝা,উপলব্ধি করা।নিজের ভুল না হলেও নিজেকে ভুল বলে মানিয়ে নেয়াই ম্যাচুরিটি। ম্যাচুরিটির আর ও অনেক স্মার্ট স্মার্ট ভূমিকা আছে।বাট আপনি জে বৈশিষ্ট্য গুলা তুলে ধরছেন এগুলা ম্যাচুরিটির পর্যায়ে পরে না।কারম আপনার বৈশিষ্ট্যে আবেগ কে আপনি বেশি প্রাধান্য দিয়েছেন।আর ম্যাচুয়েড মানুষ আগেও আবেগী ছিলোনা এবং ম্যাচুয়েড হইছে সে তার স্ব-শিক্ষার জোরে।

$ 0.00
4 years ago

You are right. That's right.keep it up

$ 0.00
4 years ago