আসসালামুয়ালাইকুম ♥️
আশা করি এই করোনা মহামারীর মধ্যে আল্লাহর রহমতে আপনারা সকলেই ভাল আছেন,
আজকে আমি যে বিষয়ে লিখবো তা হচ্ছে আল্লাহর ঘর মসজিদের জমি আত্মসাতের ঘটনা নিয়ে।
কিছুদিন আগে আমি একটি আর্টিকেল দেখছিলাম ঐতিহ্যবাহী হাতিবান্ধা মসজিদ নিয়ে,, সেখানে বলছিলাম পরবর্তী আর্টিকেলে আত্মসাৎকারীদের নিয়ে লিখবো। সেই প্রেক্ষিতেই আজকে লেখা।।
হাতিবান্ধা মসজিদ এর ঐতিহাসিক তথ্য এই লিংকে ক্লিক করে দেখে আসুন 👇👇 https://read.cash/@Kawser199/oitihzbahee-hatibandha-msjid-05ba6513
মসজিদটি অনেক পুরানো,, এতই পুরাতন যে এই মসজিদের সৃষ্টির সঠিক সময় কেও জানেনা,, অনেকেই বলে এটি আল্লাহর পক্ষ থেকে একরাতেই সৃষ্টি হয়েছে।
এই মসজিদের আরও অনেক ইতিহাস আছে।
মসজিদের নামে প্রায় ৭২ বিঘা জমি আছে।
আগের রাজা, জমিদাররা দান করেছিলো।
কিন্তু দুঃখের বিষয় এই যে একটি গোষ্ঠি জমি গুলো আত্মসাৎ করার পাঁয়তারা করে আসছে।
অনেক আগে থেকেই মসজিদ দেখাশোনা করার জন্য গ্রামের খন্দকার পরিবারকে দ্বায়িত্ব দেওয়া হয়। তাদের কাজ ছিল, তারা জমি গুলো চাষাবাদ করবে, পুকুরে মাছ চাষ করবে এবং সেই টাকা দিয়ে মসজিদ পরিচালনা করবে। আঠারো উনিশ শতক থেকে তারা এ কাজে নিয়োজিত।
কিন্তু তারা মসজিদের কোনো উন্নয়ন না করে জমি গুলো ভোগ করে গেছে।
দীর্ঘ কাল ধরেই এধরনের কাজ করে আসছিল,
আমরা এখনকার ছেলেরা জানতাম যে জমিগুলো হয়তো ওদেরই।
কিন্তু না, পরে দাদা,দাদিদের কাছ থেকে জানতে পারি আসল কাহিনী।
তারা জমি গুলো তাদের নামে করে নিয়েছে।
আমরা বর্তমান যুগের ছেলেরা এত বড় দুই নাম্বারি কিছুতেই মেনে নিতে পারলাম না,,
তাই ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে অবস্থান নিলাম,,
তিন গ্রামের যুবকরা তাদের জমি থেকে বিতাড়িত করছি। তারা আর কখনোই জমিতে উঠতে পারেনি।
এই জমি রক্ষা করার জন্য গ্রামের অনেকেই জেল খেটেছেন।
আত্মসাৎকারীরা যেখানে বাড়ি করে আছে সেই জায়গাটিও মসজিদের।
কিন্তু তারা মসজিদে নামাজ পর্যন্ত পর আসতো না।
আমরা একবার জমির ফসল কেটে আছিলাম সেজন্য ওরা ২৮ জনকে আসামি করে, মুরব্বি দের চাঁদাবাজি মামলায় ফেলে দিয়েছিলো।
ওরা একটুক্ষমতা ধারী ছিল। এখনো মসজিদের জমি রক্ষা করতে গিয়ে অনেক মানুষের নাম পুলিশের খাতায় উঠেছে।
কাবা শরিফ ভাঙতে সেযুগে যেমন চক্রান্ত করেছিল বর্তমানেও ওরা একই কাজ করতেছে।
এখন আইনী ভাবে কাজ চলতেছে,,।
আমাদের পীরগঞ্জে এমপি ডাঃ শিরীন শারমিন চৌধুরী {স্পিকার} তিনিও মসজিদটিতে এসেছিলেন এবং বলেছেন সব ধরনের সহায়তা করবেন 🙂
আমরা একটাই শপথ নিয়েছি প্রয়োজনে জেল খাটবো,ফাঁসিতে ঝুলবো তবুও আল্লাহর ঘরকে রক্ষা করবোই ইনশাল্লাহ।
সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের মসজিদকে ফিরে পাই 🤲
আর্টিকেলটি ভালো লাগলে লাইক কমেন্ট
করুন এবং আমার অ্যাকাউন্ট সাবস্ক্রাইব
করে রাখুন,,
I am reading this article... I am very sad of read the article.... God please save Mosque....I love Mosque...