Manus

0 2
Avatar for Kamrul16
4 years ago
  • - আমরা মানুষ, চলনু মানবিক গুনগুলো বজায় রাখি।

    - কোন অমানবিক কাজ না করি।

    😓

    🐘

    ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে তার বিবৃতি দিলেন তখন সেটা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন সমস্ত সাংবাদিক।

    তিনি বলেছিলেন,

    " ডাক্তার যখন হাতিটির ময়নাতদন্ত করেন তখন তিনি বলেন যে হাতিটি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাঁপা গলায় আরও জানান যে হাতিটির মধ্যে একটা 6th সেন্স কাজ করেছিল। সে জানতো তার মৃত্যু আসন্ন। শুঁড় সহ গোটা শরীর রক্তময়, যন্ত্রণায় জ্বলছিল সারা দেহ। এই অবস্থায় সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর মাঝে জলের মধ্যে যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকা-মাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়।

    আর শেষ অবধি সে ওই মাঝ নদীতেই প্রাণ ত্যাগ করে। "

    কেরলের Silent valley national park এর একটি 15 বছরের অন্তঃসত্ত্বা হাতি Malappuram এর একটি গ্রামের কাছে চলে আসে খাবারের সন্ধানে। সেখানে গ্রামবাসীরা তাকে একটা আনারস খেতে দেয় । অবলা প্রাণীটা সেটি খেয়েও নেয়। আনারসটির ভেতরে ছিল বারুদ ভর্তি। খাওয়া মাত্রই বাজি গুলো তার মুখে ফেটে যায়। রক্তাক্ত হয়ে ওঠে সারা মুখ।

    তবুও নিজের সন্তানের কথা ভেবে সেই রক্তাক্ত শরীর নিয়েই ছুটে বেড়ায় সারা গ্রাম একটু খাবারের খোঁজে। শেষ অবধি সে খাবার পায়নি আঘাত ও করেনি কোনো গ্রামবাসী কে, ভাঙেনি কোনো ঘর। সোজা চলে এসে মাঝ নদীতে চুপচাপ দাঁড়িয়ে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বহু চেষ্টাতেও তাকে সরানো যায়নি সেখান থেকে।

    ----

1
$ 0.00

Comments

গল্পটি পড়ে খুবই কষ্ট লাগলো। পৃথিবীতে কোন প্রাণী যদি খারাপ হয়ে থাকে সেটি হল মানুষ। মানুষ পৃথিবীর সেরা জীব হলেও তাদের মত খারাপ আর নেই।

$ 0.00
4 years ago

গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এরকম সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য। আমি ও বাংলাদেশি। মানুষ হিসেবে পরিচয়ের সবচেয়ে বড় গুন হলো মানবিকতা।

$ 0.00
4 years ago

গল্পটি খুবই সুন্দর ছিল এবং অনেকটা বেদনাদায়কও। একটা মানুষ যে এতোটা খারাপ হতে পারে আমি সত্যি বুঝি না যেখানে মানুষ নাকি সৃষ্টির সেরা জীব

$ 0.00
4 years ago