মুখ বাহারি পিঠা

6 12

উপকরণ: ১. মাসকলাই 250 গ্রাম

২. ময়দা 100 গ্রাম

৩. দুধ 2 কেজি

৪.চিনি 750 গ্রাম

৫. এলাচ ,তেজপাতা

প্রস্তুত প্রণালী: প্রথমে মাসকলাই ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা, তারপর পানি ঝরাতে হবে । পানি ঝরানোর পর শিলনোড়া দিয়ে পিষতে হবে মিহি করে। তারপর 30 মিনিট বরি দেওয়া মতো করে মাখতে হবে। তারপর ময়দা দিয়ে আবার অল্প কিছুক্ষণ মাখতে হবে। এইটা করতে করতে আপনি দুধ দিয়ে চিনি দিয়ে সিরা তৈরি করে নেবেন আর সিরটা তৈরির সময় এলাচ তেজপাতা দিয়ে করবেন তাহলে একটু বেশি ভালো হবে খেতে। তারপর এটা চপের এর মত করে তেলে ভালোভাবে ভাজতে হবে। ভাজা হলে আপনি এটা সিরার ভিতর ভিজান ,এবং দুই থেকে তিন ঘণ্টা পর সুন্দরভাবে পরিবেশন করুন।

5
$ 0.16
$ 0.16 from @TheRandomRewarder

Comments

মুখ বাহারি পিঠা এমন কোনো পিঠার নাম আমি আগে কখনো শুনিনি আর কখনো খাইওনি৷ তবে রেসিপি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু ও মজাদার হবে৷

$ 0.00
3 years ago

অবশ্যই খুব সুস্বাদু।

$ 0.00
3 years ago

হুম দেখেই সেটা বোঝা যাচ্ছে।

$ 0.00
3 years ago

পিঠা আমার প্রিয় একটি খাবার।আর এরকম পিঠা হলে তো কথাই নেই।বাহ্ খুবই মজাদার হবে মুখ বাহারি পিঠা।

$ 0.00
3 years ago

যেকোনো পিঠা খেতে আমি পছন্দ করি। অবশ্য এই পিঠা আমি কখনো খাইনি। তাই বানিয়ে ট্রাই করতে হবে।

$ 0.00
3 years ago

হুম

$ 0.00
3 years ago