মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন।
তোমরা হাসিমুখে যদি নিজের ভাইয়ের প্রতি তাকাও, তাও সদকায় পরিণত হয়।
হাসিমুখে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেকেই বিষয়টি জানেনা অনেকেরই জানা নেই। তার ব্যক্তিত্বে কি পরিমান শক্তি লুকায়িত আছে এবং তার হাসির মূল্য কত? অন্যের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠার জন্য হাস্যবদনে তার সঙ্গে মিলিত হওয়া একমাত্র পন্থা। হাসিমুখে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার গুরুত্ব অপরিসীম কিন্তু অনেকেই বিষয়টি জানেনা অনেকেরই জানা নেই তার ব্যক্তিত্বে কি পরিমান শক্তি লুকায়িত আছে এবং তার হাসির মূল্য কত অন্যের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠার জন্য নেতার সঙ্গে মিলিত হওয়া একমাত্র পন্থা মুখের কথাতে সামান্যতম শুভেচ্ছামূলক হাসির প্রভাব অধিক হয়। হাস্যোজ্জ্বল চেহারা যেন প্রথম সাক্ষাতেই আগত ব্যক্তিকে এই বলে স্বাগত জানায় আমি তোমায় ভালোবাসি। আর গম্ভীর এবং ভ্রু কোচকানো ব্যক্তি দেখা মাত্রই আপনি ধারণা করবেন সে যেন আপনাকে লক্ষ্য করে বলছে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় না। আমি তোমাকে ভালোবাসি না।
মানুষকে নিজের থেকে দূরে সরানোর জন্য রুক্ষ এবং কর্কশ ব্যবহারই যথেষ্ট তবে যার উদ্দেশ্য মানুষের মধ্যে সদবাহার সৃষ্টি মানুষের মনকে হাতের মুঠোয় আনার হৃদয় জয় এবং তার জীবনের লক্ষ্য আদর্শ চিন্তা ধারাকে এক মহৎ উদ্দেশ্যে পরিবর্তন করা এমন ব্যক্তি কিছুতেই চাইবে না কোন অশোভন আচরণের মানুষ তার থেকে দূরে সরে যাক কোন মহৎ উদ্দেশ্য নিয়ে সম্পর্ক স্থাপন কারি ব্যক্তির উচিত সব সময় হাসিমুখে মানুষের সঙ্গে মেলামেশা এবং সর্বদা ভদ্রোচিত ব্যবহার করা মানুষের মন জয় করার জন্য এটাই শ্রেষ্ঠতম উপায়।
হাসি মানুষের ভাল গুন। এই দুই দিনের দুনিয়ায় সবাই সব সময় হাসি খুশি থাকা ভাল। একে অপরকে হাসি মুখে সাহায্য করা উচিত