আমার ব্যালেন্স কাটা যাবে না তো নারী: হ্যালো! এটা কি কাস্টমার কেয়ার? কর্মকর্তা: হ্যাঁ, ম্যাডাম বলুন। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। নারী: বলছি আমার ছেলেটা আমার সিমটা খেয়ে ফেলেছে। কর্মকর্তা: দেখুন, আপনি ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান, এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন? নারী: না, আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টকটাইম আছে। কর্মকর্তা: তাতে কি? নারী: যতক্ষণ না পর্যন্ত সিমটা বের করা হচ্ছে; ততক্ষণ আমার ছেলেটা যদি কথা বলে তাহলে আমার ব্যালেন্স কাটা যাবে না তো!

সিভিতে উল্লেখ কোমর পানিতে, নোংড়া পানিতে সাঁতার প্রশ্নকর্তা: আপনি সিভিতে উল্লেখ করেছেন- কোমর পানিতে, নোংড়া পানিতে সাঁতারে বিশেষ দক্ষতা রয়েছে। চাকরি তো করবেন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। তার ওপর কোমর পানিতে-নোংড়া পানিতে সাঁতার! এসব কী! সিভিতে কেউ এ কথা লেখে? বল্টু: স্যার, আমি আসলে বোঝাতে চেয়েছি- ঢাকায় ঝুম বৃষ্টি হলেও অফিসে পৌঁছাতে অসুবিধা হবে না আমার! প্রশ্নকর্তা: সরি, আপনাকে ভুল বোঝার জন্য! আপনি আজই জয়েন করুন! আপনার মতো লোকই তো খুঁজছিলাম এতদিন!

5
$
User's avatar
@Hafizur565760 posted 4 years ago

Comments

ভাই অনেক মজা পাইলাম

$ 0.00
4 years ago

খুব সুন্দর লেখছেন

$ 0.00
4 years ago