"জানো বাবা? "আমি বড় হয়ে গেছি।
এখন আমি নিজের ভালো বুঝতে পেরে গেছি তোমার মতে।এখন আমি মায়ের জায়গায় সবার খেয়াল রাখতে পাড়ি।এখন আর রোজ রোজ মাকে উঠে সবার জন্য নাস্তা বানাতে হয়না তো। রোজ সকালে আমি ই মায়ের ঘুম না ভাংগিয়ে সব করে রাখি।
"বাবা জানো?" তোমার সেই ছোট্ট মেয়েটা আজ অনেক বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। যে নিজে একা অংক কষতে জানতো না সে এখন ছোট এক স্কুলের শিক্ষিকা যেখানে খুব বেশি না হলেও কয়েকজন তাকে ম্যাম বলে ডাকে।
"বাবা তুমি কি জানো"? ঘরের প্রতিটা মানুষের দরকারে এখন আমাকে হাকে। কারন আমি যে তাদস্র দরকার গুলি বুঝতে শিখে গেছি । আমি এখন আর সেই তোমার ছোট্ট পরী টি নেই। এখন সে বড় হয়ে গেছে।সে এখন মায়ের প্রতিচছবি হয়ে গেছে। মায়ের মতো পরিবারের সবার খারাপ ভালো খুজতে শুরু করে দিয়েছে।
"বাবা তোমার মনে আছে"? ছোট বেলায় যখন পছন্দের আইস্ক্রিম চকলেট পেতাম না তখন কান্না কাটির আসর করে ফেলতাম আর তুমি বুকে জড়িয়ে বলতে " আজ ভুলে গেছি কাল বেশি এনে দিবো" আমি খুশি হয়ে যেতাম। আজ তোমার মেয়ে অন্যদের কান্নার ভাগ নেয়। কারন আজ সে বড় হয়ে গেছে।
"আমি জানি বাবা তুমি জানো" তোমার যে মেয়েটা ছোট বেলায় পুতুলের বিয়ে দিতো আজ তাকে বিয়ে দিয়ে বিদায় দেয়ার সময় হয়ে গেছে। কোনও এক অচেনা পরিবারের নতুন সদস্য বানিয়ে নিজের পরিবার থেকে আলদা করে দিবে আমার। আমাকে যে যেতেই হবে কারন আমি মেয়ে, আমি বড় হয়ে গেছি যে।
" হুম বাবা, জানি আমি বড় হয়ে গেছি" এখন আর চাইলেও তোমাদের কাছে সারাজীবন থাকতে পারবো না। হিসাবটা খুব সহজ আমি যে ছেলে হয়ে জন্মাইনি মেয়ে হয়ে জন্মেছি। তাই তুমি সেদিন মাথায় হাত বুলিয়ে বলেছিলে, " মা, বড় হবার পর মেয়েদের আসল ঘর তার স্বামীর ঘর। আমি বুঝে গেছি তোমাদের পরিবারটা আমার জন্য পর হয়ে গেলো।
" তুমি জানো না বাবা" তুমি ছাড়া পৃথিবীর সব গুলি মানুষ হুট হাট তাকে অবিশ্বাস করে বসবে। কেউ লোভাতুর দৃষ্টি দিয়ে তাকাতে শুরু করবে। কেউ কেউ ভালবাসার একটা রং চংগা পোস্টার লাগিয়ে স্বপ্ন দেখাবে। তারপর অধিকার নিয়ে ধর্ষন করবে আমার দেহকে! আমার মনকে! কারন আমি যে বড় হয়ে গেছি। কিন্তু ছোট বেলা থেকে আমার আদর্শ পুরুষ তুমি। বাকি পুরুষকে সেটা ভেবেইতো বিশ্বাস করবো।
"ও বাবা, একটু বলবে?" বড় হয়ে আমার দোষ কোথায়?কেনো আমাকে মানুষের নোংরামি নিতে হবে?তোমার উপর বোঝা হয়ে গেলাম? কেনো এমন নিয়ম হলো? কেনো ছেলের মতো তার বাবার বাড়িটাকে আপন মনে করতে পারবে না?কেন একটা মেয়েকে তার সেই আঠারো বিশ বছরের তিলে তিলে গড়ে উঠা পৃথিবীটাকে ছেড়ে যেতে হবে? কেনো তোমার কোলে শুয়ে আর গল্প শুনতে পারবো না?? বাবা মেয়ে হওয়া কি অপরাধ? যদি না হয় তবে এমন নিয়ম তার জন্যই কেনো?
" আমি তো জানি বাবা" খুব বড় হয়ে গেছি। তাই আর পাচঁটা মেয়ের মতো আমিও তোমাকে নিরাশ করবো না। জানি কেই আর আমার জন্য চকলেট আনবে না। কেউ আর আমায় মাথায় হাত বুলিয়ে কপালে চুমু একে ঘুম পারাবে না।জানি নতুন আর এক জগৎ কে আপন করে নিতে হবে। আমি জানি তোমাদের , তোমাকে ছেড়ে যেতদ হবে। জানি আর তোমার রাজকন্যা থাকবো না। জানি তো আমি খুব বেশি দিন আর তোমার চশমা খুজে দিতে পারবো না। তোমার মুখে মা মা ডাকটা শুনতে পাবো না। কারন একটাই আমি যে বড় হয়ে গেছি বাবা।
#কবিতা_আমি_বড়_হয়ে_গেছি_বাবা
12
18
ও মাই গড।। লেখাটা অনেক সুন্দর ছিল গুরুত্বপূর্ণ অনেক কথা লুকিয়ে আছে লেখার মধ্যে।গল্পটা পড়ে বোঝা যাচ্ছে লেখক বেশ মজার মানুষ।। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লেখা তুলে ধরার জন্য।।