বাংলাদেশের নাগরিক জীবনে যানজট প্রাত্যহিক এক বিড়ম্বনার নাম। শুধু বড় বড় শহরের মানুষ নয়, যানজটে নাকাল হচ্ছে ছোট শহর কিংবা পললীর আদিবাসীরা পর্যন্ত। সাধারণভাবে যানজট বলতে বুঝায় রাস্তার ওপর যানবাহনের জট। যাতে চলাচলে স্বাভাবিক গতি ব্যাহত হয়। যানজটে আটকা পড়ে কেবল মানুষের মূল্যবান সময় নষ্ট হয় না, জাতীয়ভাবে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে।
যানজট মানুষের চলাচলের স্বাভাবিক গতি ও ছন্দ থামিয়ে দেয়, কর্মসূচি অচল এবং কর্মঘণ্টা নষ্ট করে। এর ফলে মানুষ বিড়ম্বিত ও বিব্রত হয়। বিকট শব্দ উৎকট ধোঁয়ার মধ্যে বসে থাকার কারণে মানুষ নানা প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যানজটের নানাবিধ কারণ রয়েছে। এর প্রধান কারণ রাস্তার ধারণ ক্ষমতার তুলনায় যানবাহনের সংখ্যা বেশী।
কিন্তু যানবাহনের তুলনায় রাস্তাঘাটের পরিমাণ কম। বাংলাদেশের অত্যাধিক লোকসংখ্যার জন্য যানবাহনের সংখ্যা বেশি। আমাদের দেশের রাস্তা গুলোতে সাইকেল, রিক্সা, ও ঠেলা গাড়ির মতো মনুষ্যচালিত ধীরগতির যানবাহনের সাথে চলে প্রাইভেটকার বাস-ট্রাক লরির মতো দ্রুতগতির বড় যানবাহন। গাড়ি চালকদের অধিকাংশের প্রশিক্ষণ ও লাইসেন্স নেই। অদক্ষ চালকদের অবিবেচনাপ্রসূত প্রতিযোগিতা যানজট সৃষ্টি করে। যত্রতত্র গাড়ি পার্কিং, ট্রাফিক পুলিশের দুর্নীতি, চালকদের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা যানজট সৃষ্টিতে ভূমিকা রাখছে। যানজটের বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্য সমন্বিত পদক্ষেপ জরুরি।
যানজট বাংলাদেশের দৈনন্দিন একটি ঘটনা।এটি আমাদের জনজীবন কে অস্থির করে তুলেছে এমনকি আমাদের সময়ও অপচয় হচ্ছে অনেক যা মোটেই কাম্য নয়