উপকরণ:-কচি মোরগ-১টি
ভাত-১/২কাপ
গোলমরিচ গুঁড়া-১/৪চা, চামচ
ডিমের কুসুম-২টা
লেবু-১টি
লবণ-১চা, চামচ
প্রণালী:-দুই লিটার পানিতে মোরগের মাংস বা শুধু হাঁড় সিদ্ধ করে নিতে হবে।
পানি শুকিয়ে পাঁচ থেকে ছয় কাপের মতো হলে ছেঁকে সুপটুকু নিয়ে নিতে হবে।
সুপে ভাত গোলমরিচ ও লবণ দিয়ে ১৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।
ডিমের কুসুম ও লেবুর রস একসঙ্গে মসৃণ করে ফেটিয়ে নিতে হবে।
চুলার উপর সুপের জ্বাল কমিয়ে দিয়ে, ফেটানো ডিম দিয়ে নাড়তে হবে। এবং মৃদু আঁচে ২ মিনিট রাখতে হবে।
চুলা থেকে সুপ নামিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখার পর পরিবেশন করা যাবে।
লেবুর সুপ খুবই আনকমন একটা রেসিপি। আপনাকে অনেক ধন্যবাদ আপু লেবুর সুপের এতো সুন্দর একটা খাবার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।