অসহনীয় এই গরমে একটু বৃষ্টি হলে নেমে আসে প্রশান্তি। কয়েক দিন বৃষ্টি হলে ও আবার ফিরে আসে রোদের তীব্রতা। প্রচন্ড গরমে ঘরে থাকতে পছন্দ করে বেশীরভাগ মানুষ। তবে কাজের খাতিরে মানুষ কে বাইরে যেতে ই হয়। গরমে বাইরে গেলে অনেক ঘাম হয়। অস্বস্তি ও হয় অনেক।এর ফলে অনেক ক্লান্ত লাগে। দূর্বলতা অনুভব হয়। শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের অনেক সময় হিটস্ট্রোক হতে পারে। গরমে হঠাৎ অসুস্থ অনুভব করলে নিজেকে খাবার স্যালাইন বানিয়ে খেতে হবে। অথবা শরবত খেতে হবে। এতে শরীরে অনেক শান্তি মেলে।আর গরমে আমাদের নিজেদের অনেক সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।
Apner article ta onek sundor hoyeche...dhonnobad sundor article er jonno