গাজরের পায়েস

28 50

উপকরণসমূহ :

  • গাজর - ৬০০ গ্রাম।

  • দুধ - দেড় কেজি।

  • কন্ডেন্সমিল্ক - ২ কাপ।

  • ফুল ক্রিম মিল্ক পাউডার - ১ কাপ৷

  • চিনি - ৩ কাপ।

  • লবণ - স্বাদমতো।

  • ঘি - আড়াই কাপ।

  • কাজু বাদাম - ১ টেবিল চামচ।

  • পেস্তা বাদাম - ১ টেবিল চামচ।

  • আমান্ড - ১ টেবিল চামচ।

  • জাফরান - আধা চা চামচ।

  • পানি - পরিমানমতো।

  • গরম মসলা - ১-২ পিছ।

  • এলাচ - ৩-৪ টি৷

প্রস্তুতপ্রণালী : প্রথমে গাজরগুলো একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে।

ধুয়া হয়ে গেলে গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে।

কাটার পর গাজরগুলো গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতে হবে। এটা যার যার ইচ্ছা অনুযায়ী করা যায়। অনেকে চাইলে গ্রেটার দিয়ে গ্রেট না করে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড ও করে নিতে পারে।

তবে গাজরের পায়েস এর ক্ষেত্রে ব্লেন্ড করার চেয়ে গ্রেট করে নেওয়াই বেশি ভালো।

এবার গ্যাসে একটা প্যানে ঘি দিতে হবে। ঘি একটু গরম করে নিতে হবে।

ঘি গরম হয়ে গেলে তাতে গরম মসলা ভেঙে দিয়ে দিতে হবে। সাথে এলাচগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে।

যাতে করে গরম মসলা ও এলাচ এর ফ্লেবারটা ঘি এর মধ্যে ভালোভাবে মিশে যায়।

এবার কিছুক্ষন নাড়াচাড়া করার পর তাতে গ্রেট করে রাখা বা ব্লেন্ড করে রাখা গাজর কুচি দিয়ে ভালো করে ৫-৬ মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে।

ভেজে নেওয়ার পর তাতে দুধ দিয়ে আবার কিছুক্ষন নাড়তে হবে। প্রায় ৬-৭ মিনিট নাড়াচাড়া করার পর তাতে কন্ডেন্সমিল্ক দিয়ে দিতে হবে।

কন্ডেন্সমিল্ক দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষন নেড়েচেড়ে তাতে আমান্ড কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি ও কিচমিচ দিয়ে দিতে হবে।

এগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন দেখা যাবে যে ঘন হয়ে পায়েস মাখামাখা হয়ে এসেছে, তখন উপরে কিছুটা জাফরান ছরিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে গাজরের পায়েস ঢেলে উপরে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি ও কিচমিচ দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার গাজরের পায়েস।

15
$ 0.17
$ 0.17 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty

Comments

Wow yummy soup love it.

$ 0.00
4 years ago

Thank you very much my dear sister. It is so delicious. It is made with carrots, milk and some other ingredients.

$ 0.00
4 years ago

গাজরের পায়েস সুস্বাদু খাবার।গাজরের পায়েস টা আমার খাওয়া হয় নাই।একদিন বাসায় বানিয়ে খাবো।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু বাসায় গাজরের পায়েস এর রেসিপিটি ট্রাই করে দেখতে পারো৷ আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে৷ কেননা এটা ভালো লাগার মতোই একটা খাবার।

$ 0.00
4 years ago

পায়েস আমাদের সবারই পছন্দের খাবার।

$ 0.00
4 years ago

জি ভাইয়া। আমাদের সকলেরই খুব পছন্দের একটা খাবার হচ্ছে পায়েস। কারন পায়েস অনেক সুস্বাদু ও ভীষণ মজাদার হয়ে থাকে।

$ 0.00
4 years ago

খুব ভাল একটা রেসিপি

$ 0.00
4 years ago

জি ভাইয়া। গাজরের পায়েস আসলেই অনেক ভালো এবং ভীষণ মজাদার একটা খাবার রেসিপি৷ আর এটা বানানো খুব সহজ।

$ 0.00
4 years ago

Very nice recipe. Thank you for sharing this recipe with us.

$ 0.00
4 years ago

You are most welcome. Thank you too for reading my articles carefully and appreciating me. I'll try my best.

$ 0.00
4 years ago

পায়েস বাঙালিদের পছন্দের একটি খাবার। বিভিন্ন উৎসবেও পায়েস রান্না করা হয়। ধন্যবাদ আপনাকে গাজরের পায়েস রান্নার রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

হ্যাঁ, পায়েস আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী খাবার। সব ধরনের বিশেষ অনুষ্ঠানে পায়েস বানানো হয়৷ তবে গাজরের পায়েস একটু স্পেশাল।

$ 0.00
4 years ago

হ্যাঁ সব রকমের পায়েসর মধ্যে গাজরের পায়েস একটু ব্যতিক্রম। তবে আশা করি সুস্বাদু হবে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

হ্যাঁ, গাজরের পায়েস সত্যি ব্যতিক্রমধর্মী। কিন্তু এই রেসিপিটি অনেক বেশি সুস্বাদু ও মজাদার।

$ 0.00
4 years ago

গাজরের পায়েস আমার খুব ভালো লাগে খেতে। এটা খুব মজার একটি খাবার।এটা স্বাস্থ্য সম্মত খাবার।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন আপু। গাজর আমাদের শরীরের জন্যও অনেক ভালো, আর গাজরের পায়েস আমার শরীরের জন্য বেশ স্বাস্থ্য সম্মত একটা খাবার রেসিপি।

$ 0.00
4 years ago

গাজরের পায়েস আমি আগে কখনোই খাই নাই। আপনার খবর কি আসলেই খুব মজাদার। আর এই খাবারটি আমার খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনার রেসিপির জন্য।

$ 0.00
4 years ago

আগে কখনো খাননি, কিন্তু আশা করছি এই রেসিপিটি দেখে বাসায় গাজরের পায়েস অবশ্যই বানানোর চেষ্টা করবেন।

$ 0.00
4 years ago

আমি গাজলের হালুয়া খেয়েছি কিন্তু এখনো পযর্ন্ত গাজরের পায়েস আমি খাই নি। তবে এবার অবশ্যই ট্রাই করবো

$ 0.00
4 years ago

জি অবশ্যই করবেন। গাজরের পায়েস ভীষণ মজাদার একটা খাবার। আর খুব অল্প উপকরণ দিয়েই সহজে বানানো যায়।

$ 0.00
4 years ago

গাজরের হালুয়া ভালো লাগে খেতে। বেশি জোশ। মানে কি বলবো হালুয়ায় টপ ফ্যাভ র‍্যাংকিং এ থাকবে গাজরের হালুয়া। তবে পায়েশ টাও ট্রাই করতে হবে ম

$ 0.00
4 years ago

হুম, গাজর আমাদের শরীরের জন্য ও অনেক উপকারী খাবার। আর গাজর দিয়ে বানানো সবরকম খাবারই আমার অনেক ভালো লাগে।

$ 0.00
4 years ago