এই যে শুনছিস!
আরে তোকেই বলছি।
ওমা অমন কাট পুতুলের মত, দাঁড়িয়ে রইলি কেন?
এই দিকে আই তো একটু খানি!
হাতটা দে....।
আরে কারন আছে।
ধুর হাতটা দে না...।
আমার কিছু ইচ্ছে পূরণ করবি দোস্ত?
বলতে পারিস আবদার করছি তোর কাছে।
করবি পূরণ..?
আচ্ছা শোন তাহলে...
তুই কি আমার ফেলা আসা শৈশব হবি?
দু জন মিলে আবার বর বউ খেলব।
সে পুরোনো হাড়ি পাতিলের লতা পাতাকে,
রান্না বলে চালিয়ে নিব।
স্কুল জীবনের প্রথম লিখা,
চিরকুটের কালি হবি?
আবার না হই ভুল বানানে লিখব তোকে।
তুই মাধ্যমিকের শেষের দিকে,
শেষ বিদায়ের কান্না হবি।
চোখটা মুছিয়ে বলবি হেসে,
আরে পাগল আমি কি পালিয়ে যাচ্ছি নাকি?
তুই আমার কলেজের বান্ধবীদের ঠাট্টার ছলে ডাকা,
সেই ছেলেটির নামটি হবি।
কথা হয় নি যার সাথে তবুও নামের পাশে,
প্লাস চিহ্ন বসিয়ে দিত বান্ধবীরা অনায়াসে।
সে নামের প্রথম অক্ষর হবি?
বিশ্ব বিদ্যালয়ে!
হাতে হাত রেখে হাঁটা,
সেই প্রেম যুগলের অংশ হবি।
নাকি গ্রুপ স্টাডি শেষে এক সাথে,
বাড়ি ফেরার কারন হবি?
কিরে কিছু বলছিস না যে,
এখনো কি চুপ করে থাকবি?
আচ্ছা তুই কি কিছুই বুঝিস না।
দোস্ত!
এই পাগলী টার পাগল হবি?
জীবনের বাকী বসন্ত গুলোতে,
এই হাতের স্পর্শ হবি?
সব ঝড় ঝাপটার পর,
তোর মনের কোণে একটু খানি জায়গা দিবি?
ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
কথাটি বলার একটি বার সুযোগ দিবি?
nice post dear