আসসালামুআলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।কিন্তু আমি ভালো নেই।
আজ রাতে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলতে চাই।আপনারা কি জ্বীনে বিশ্বাস করেন?রাত ১ঃ৩০ এর দিক আমি তখনও জেগে আছি।ছোট ভাই আশিক তার রুম থেকে বের হয়েছে বাথরুমে যাওয়ার জন্য।কিন্তু ৩০ মিনিট হয়ে যায় তার কোন খবর নাই।আমি বিষয়টি গুরুত্ব দেয় নি।বাবা, মা ঘুম তখনো।
বাবা এর ঘুম ভাংছে রাত ২ঃ৩০টার দিক।কারণ বাড়ির বাইরে আমাদের বাথরুম ছিলো।সারারাত খুজে তাকে পাওয়া যায় নি।আজানের পর আমার দাদা যখন নামাজে যায় তখন সেই রোডে কিছুই ছিলো না।কিন্তু তার কিছুক্ষন পর আমার অন্য এক দাদা তাকে সেই রোডে senseless অবস্থায় দেখতে পায়।যখন সে আমাদের বাড়িতে জানায়।সবার অবস্থা তখন খারাপ।আমি কাকে রেখে কাকে সান্তনা দিবো ভেবে পাচ্ছিলাম না।
বাবাকে সান্ত্বনা দিবো,নাকি মা কে নাকি আমাকে।তার পায়ে ছিলো কাদা,পুরো শরীর ভেজা আর পুরো শরীর ঠান্ডা আর সাদা হয়ে গেছিলো।তাকে পাওয়া গিয়েছিলো আমাদের বাড়ির সীমানার কাছে।কিন্তু সেখানে অনেকবার যাওয়া হয়েছিলো সেই রাতে।তারপর এক হুজুর ডেকে আনার পর তার sense ফিরে আসে।সবার কান্না দেখে নিজেকে সামলে রাখা যে কতটা কষ্টকর তা বলে বুঝাতে পারবো না।এখন সে একটু সুস্থ।
আল্লাহ অনেক রহমত করেছে আমাদের উপর।
I want to tell you a true story that happened tonight. Do you believe in jinn? I am still awake at 1:30 pm. My younger brother Ashik has left his room to go to the bathroom. But after 30 minutes he has no news. Didn't. Dad, mom still asleep.
Dad's sleep is disturbed around 2:30 pm. Because we had a bathroom outside the house. He was not found after searching all night. When my grandfather went to pray after the call to prayer, there was nothing on that road. But after a while, another grandfather of mine saw him on that road senseless. When he informs us at home. Everyone's condition is bad then. I could not think who to comfort.
Shall I comfort my father, or my mother or me? His feet were muddy, his whole body was wet and his whole body was cold and white.He was found near the border of our house. But we went there many times that night. Then after calling a master, his sense came back.I can't explain how difficult it is to control myself by seeing everyone's tears.Now he is a little healthy.
Allah has had a lot of mercy on us
English please