আমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, পদার্থবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। বর্তমানে রিসার্চ স্টুডেন্ট হিসেবে আছি। ২০১৪ সালের এপ্রিলে প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে সিলেট আসা। সেই তখন থেকে আজ ৬ বছরের বেশি আমি সিলেটে অবস্থান করছি। বলতে গেলে সিলেট আমার দ্বিতীয় বাড়ি। ছোটকাল থেকেই চট্টগ্রামে বড় হয়েছি। কিন্তু সিলেটে এসে আমি শিখেছি কিভাবে জীবনে একা মা বাবা ছাড়া চলতে হয়। জীবন সংগ্রাম কেমন হতে পারে সেটা সিলেটে এসেই জানা। আমার কাছে চট্টগ্রাম প্রাণের শহর আর সিলেট হল শান্তির শহর৷ যে শহরে প্রতিটা মাটির কণায় শান্তি পাই আমি। যে শহরের ঝুম বৃষ্টিতে গত ছয় বছর ভিজে আসছি। এতো সুন্দর বৃষ্টি বাংলাদেশের আর কোথাও হয় কিনা আমার জানা নেই। প্রেম করার জন্যে সিলেটের বৃষ্টি এক অতুলনীয় প্রভাবক।
বাংলাদেশের সিলেট জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এছাড়াও বাংলাদেশের চা উৎপাদনে মোট ৮০% আসে সিলেট জেলা থেকে। উল্লেখ্য চা উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে ৯ম স্থানের অধিকারী। সিলেটের শাহজালাল মাজারের নাম পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে খ্যাত।
সিলেট নিয়ে আরো অনেক আর্টিকেল লিখব ভবিষ্যতে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
অনেক সুন্দর ভাবে লিখেছেন।আর আপনার দেয়া ছবি টা কি চট্টগ্রাম নাকি সিলেটের.??ছবি টা অনেক সুন্দর