Do not listen to the words of others
The biggest problem we have is that the first thing we think about before we do anything is, “What do you think? What will say? ” Which should never be.
You will do your job, you will move towards your goal with confidence in yourself. People's job is to criticize others. If you say 'Who will say what?'
If you stop walking thinking this, then they will not be harmed, it will be your own. So move yourself towards your own set goals. Success will be yours, you will reach the peak of success. Think for yourself what the critics will say
অন্যের কথায় কান দিবেন নাঃ
আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে কোন কিছু করার আগে সবার আগে একটা কথা ভাবি সেটা হচ্ছে “অমুক কি বলবে? তমুক কি বলবে?” যা কখনওই উচিত নয়।
আপনার কাজ আপনি করবেন, আপনার নিজের উপর আস্থা রেখে আপনার লক্ষের দিকে আগাবেন। মানুষের কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা তা তারা করবেই। আপনি যদি ‘কে কি বলবে?’
এই ভেবে আপনার চলা বন্ধ করে দিন তাহলে ক্ষতি তাদের হবেনা, আপনার নিজেরই হবে। তাই নিজেকে এগিয়ে নিন আপনার নিজস্ব নির্ধারিত লক্ষের দিকে। সফলতা আপনার হবে, সাফল্যের চুড়ায় আপনি যাবেন। যখন সমালোচকেরা কি বলবে সেটা নিজেই ভেবে দেখুন
Asolei thik bolecen apu. Ekta kotha ace na pache loke kicu bole. Asole manuser kaj e eta j ora amader vul dhorbei tai bole pichu tan dhorbo seta kintu thik na. Samner dike egiye giye sei sob manus ke dekhiye dite hobe j amrao pari. Amra kono felna na. Apu apnar article pore onkk inspired hoi. Sotti onkk sundor kore article likhen apne