বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিদিনই কিছু শিক্ষানীয় প্রবন্ধ নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আপনারা আমাকে অনেক সাহায্য করেন এবং আমার সাথে থাকেন তার জন্য আমি নতুন নতুন শিক্ষনীয় কিছু প্রবন্ধ নিয়ে হাজির হই। আপনার হয়তো বুঝতেই পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা আগেও এই বিষয়ে অনেক ধারণা নিয়েছেন। কিন্তু আমি বইয়ের ভাষায় নাই আমার মত করে কথাগুলো আপনাদের সাথে উপস্থাপনা করব।
আমরা জানি যে, মানুষের মাঝে খুবই প্রয়োজনীয় দুইটা জিনিস একটি হল ধন আরেকটি হল বিদ্যা। আমরা এটাও জানি যে এই দুটি কে অর্থাৎ ধন ও বিদ্যাকে কঠোর পরিশ্রম দ্বারা আয়ত্ত করতে হয়। অর্থাৎ অর্জন করতে হয়। আমরা এটাও জানি যে যখন আমাদের এই দুইটি খুবই প্রয়োজন হয় কিন্তু এই দুইটি যদি কাজে না লাগে তাহলে বিদ্যা ও ধন দুটোই অর্থহীন অর্থাৎ মূল্যহীন।
বিদ্যা ও জ্ঞান মানুষের কঠোর পরিশ্রম দ্বারা আয়ত্ত করতে হয়। এবং সেই বিদ্যাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে অগ্রসর হতে হয়। এবং আমরা এটাও জানি যে আমরা অনেক কষ্টের বিনিময়ে অর্থ উপার্জন করে থাকে যাতে বিপদের সময় অর্থ কাজে লাগে। এবং বিপদে পড়লে বিপদমুক্ত করতে পারবে এই অর্থ। তাই বিদ্যা ও ধন খুবই প্রয়োজন আমাদের জীবনে ।
কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, যদি এই ধন যদি অন্যের হাতে থাকে তাহলে প্রয়োজনের সময় সেই ধন নিজের কাজে লাগানো সম্ভব নয়। আর তখন সেই ধনের কোন মূল্য থাকে না। তেমনি আমাদের মুখস্তবদ্যা, বাস্তব জীবনে মুখস্তবদ্যা কোন কাজে আসে না।
তাই বিদ্যা ও ধন কাজে লাগে মানুষের সঠিক ব্যবহারের ফলে এবং মানুষের প্রয়োজন মেটানো সেই ধন আর বিদ্যার সার্থকতা। প্রয়োজনের মুহূর্তে কাজে না লাগলে বিদ্যা ও ধনের কোন মূল্য নেই। তাই বিদ্যা ও ধনের এর সঠিক ব্যবহার করতে হবে।
আশা করি আপনাদের এই প্রবন্ধটি ভালো লেগেছে বন্ধুরা। আমাকে অবশ্যই জানাবেন যে প্রবন্ধটি কেমন লেগেছে আপনাদের?
"সবাই ভাল থাকবেন বন্ধুরা।"
"শুভ রাত্রি"
"ঈশ্বর আপনাদের সহায় হোক"
সাধারনত আমরা অর্থকে অনর্থের মূল বলি আসলে এটা ভূল কারন বর্তমান প্রেক্ষাপটে অর্থের কারনেই বাচ্চারা স্কুলে যেতে পারতেছে।তাই বিদ্যা অর্জন করতে অর্থের প্রয়োজন আছে।অর্থ বিদ্যা দুইটাই একে অপরের পরিপূরক।খুব ভালো পোস্ট নেক্সটে আর ও ভালো পোস্ট আশা করছি।ধন্যবাদ।