তুমিই রাজা স্বপ্নের সেতু
বাস্তবে পেলে প্রাণ
নদীভাঙ্গা মানুষের মনে
তাইতো সুখের গান।
পূর্ব পশ্চিম জোড়া দিলে
একটি সুতোয় বেঁধে
দেশবাসীরা খুশির চোটে
ওঠলো যে সব কেঁদে।
রাতের বেলায় তোমার বুকে
রঙিন আলো ভরপুর
তোমার ছোঁয়ায় ধন্য হলো
ধন্য আমাদের ভূঞাপুর।
অনেক ভালো লিখেছেন।লেখাগুলো অনেক গুছানো।প্রথমে কবিতাটি পড়তে এবং বুঝতে একটু কষ্ট হয়েছে।পরে সুন্দর ভাবে বুঝে নিয়েছি।