বাংলার ভালোবাসা বাংলার গান
কোন বাঙালির জুড়ায় না পরাণ?
যেই যেখানে থাকো ওরে
মায়ের ছবি মনে আঁকোরে
মা যে তোমার কতই দরদী
কতই না মহান
কোন বাঙালির জুড়ায় না পরাণ?
শীতের শেষে ধরার মাঝে
তোমার মা তো রাণীর সাজে
মুঠোয় মুঠোয় বিলায় সুধা
তোমার কল্যাণে
সেই মাকে কী ভুলতে পারে কোনো সন্তানে?
বিদেশ থেকে পাঠায় টাকা
বাড়ায় মায়ের মান
কোন বাঙালির জুড়ায় না পরাণ?
মায়ের বুকের দিয়ে সুধা
তৃষ্ণা মিটায় মিটায় ক্ষুধা
তপ্ত দেহ শীতল করে
গাঙেত্ম জলে করি স্নান
কোন বাঙালির জুড়ায় না পরাণ?
আমার মায়ের মুখের ভাষা
জুড়োয় পরাণ, পুরায় আশা
মাকে আমাদের কষ্টে পাওয়া
খোদার সেরা দান।
কোন বাঙালির জুড়ায় না পরাণ?
বাংলাদেশ আসলেই অনেক সুন্দর একটি দেশ। এ দেশের মায়া ত্যাগ করে যারা বিদেশে পাড়ি জমায় তারাই জানে নিজ দেশে থাকার গুরুত্ব।অনেক ভালবাসা রইল বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি