আমাদের সমাজে আরেকটি ভুল ধারণা আছে যে আযান দেওয়ার পূর্বে সালাত আদায় করা যাবে না।

কিন্তু পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন,

"নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য।" [সূরা নিসা,আয়াত ১০৩]

তাই আমাদের উচিত ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই সালাত আদায় করা।

দুঃখের বিষয় হলেই সত্য সে,আমাদের দেশের মসজিদগুলোতে ওয়াক্ত শুরু হওয়ার অনেক পরে আযান দেওয়া হয় যা মোটেও উচিত নয়। যেমন,বর্তমানে আসরের ওয়াক্ত শুরু হয় বিকাল ৩ টা ৩২ মিনিটে,কিন্তু সাধারণত মসজিদে আযান দেওয়া হয় ৫ টার দিকে।

তাই আমাদের সকলেরই উচিত,আযানের জন্য অপেক্ষা না করে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সালাত আদায় করা।

3
$
User's avatar
@hazrat02 posted 4 years ago

Comments