কীভাবে কোপার্নিকাস প্রচলিত মতের বিরুদ্ধে লোক হয়ে উঠলেন এবং তার বই কেন নিষিদ্ধ ছিলোঃ

কোপার্নিকাস তাঁর মৃত্যুর পরই সম্মান অর্জন করেছিলেন। প্রকৃতপক্ষে, তাঁর সমসাময়িক অনেক লোক তাকে ধর্মবিরোধী বলে মনে করেছিলেন। খ্যাতি সম্পর্কে তাঁর চূড়ান্ত মতবাদটি ছিল পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি সূর্যের চারদিকে ঘোরে এই হিলিওসেন্ট্রিক তত্ত্বটি।অন্যদিকে রোমান ক্যাথলিক চার্চও যে তত্বে বিশ্বাস করতো তা ছিল "পৃথিবী স্থির, পৃথিবীর চারদিকে সব গ্রহ নক্ষত্র ঘোরে।"এবং পৃথিবী সমতল" এই ধারণাগুলো সে সময় সবাই মানতো।আর এর বিরুদ্ধে কথা বললে কঠিন শাস্তি দেওয়া হতো। কোপারনিকাস কিছুটা সতর্ক ছিলেন। মৃত্যুর ঠিক আগে, (দি রেভলিউসনিবাস অরবিয়াম কোয়েলেস্তিয়াম) প্রকাশ করেছিলেন।এই বইটি বিজ্ঞানের ইতিহাসের বড় একটি ভুমিকা পালন করে।

সে সময়ের জন্য কোপারনিকাসের ধারণাগুলি মৌলিক,ধর্মবিরোধী এবং বিভ্রান্তিকর ছিল। তাই তার বইটি নিয়ে চার্চের অনেক লোক হাসাহাসি করে ।এবং তার লিখার তীব্র নিন্দা জানায়।সে সময় তার বইটিকে কেউ পাত্তা'ই দেয়নি। বরং তার বইটিকে চার্চের নিষিদ্ধ বইয়ের তালিকায় রাখায় হয়। এবং আইন করা হয় যার কাছে এই বই পাওয়া যাবে অথবা যে এই বই নিয়ে কাজ করবে তাকে পুরিয়ে মারা হবে।মূলত বইটি বাইবেল বিরোধী ছিল বলে'ই এমনটা করা হয়েছিল।আর সে সময় ধর্মের প্রভাবও বেশি ছিলো,তার এই বই নিয়ে কাজ করায় জিয়োনার্দো ব্রনোকে পুড়িয়ে হত্যা করা হয়।

0
$
User's avatar
@suraiyakter posted 3 years ago

Comments