মিছে মায়া.....!!

অধিকাংশ রিলেশনগুলো শুরুর আগে ছেলেরা একটু বেশি দূর্বল থাকলেও মেয়েরা একটু কঠিন মনোভাব দেখায়....,,,,

দিন দিন ছেলেরা যখন কোনো মেয়ের প্রতি অনেক পরিমাণে প্রশংসা, যত্ন, কেয়ারিংও সব সময় তার খবরাখবর নিতে শুরু করে, তখন মেয়েরা তার প্রতি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে..!

এই প্রশংসা, যত্নশীল, কেয়ারিং ও সব সময় খবরাখবর নিতে দেখে মেয়েরা প্রচন্ড পরিমাণে ছেলেদের ভালোবাসতে শুরু করে দেয়..!

তারা দিন দিন মনে করতে থাকে ছেলেটা যখন আমায় এতো পরিমাণে কেয়ারিং, যত্ন ও আমার ভালো লাগা - খারাপ লাগার খবরাখবর গুলো নিয়ে থাকে, তাহলে সেই ছেলেটা আমায় কখনো অবহেলা ও কখনো আমায় ছাড়া থাকতে পারবে না বা ছেড়ে যাবে না..!

কিন্তু সত্যি কথা বলতে কি অধিকাংশ সময় ছেলেরা রিলেশন শুরুর আগে যতোটা দূর্বল থাকে একটা মেয়ের প্রতি ঠিক রিলেশনের পর ততোটাই কঠিন হয়ে যায়...!

রিলেশনের কিছু দিন পরে অধিকাংশ ছেলেদের মাঝে অনেক পরিবর্তন চলে আসে..! যেমনঃ আগের মতো ফ্রি না থাকা, আগের মতো সময় না দেওয়া, আগের মতো মেসেজ বা কল না দেওয়া..,,! এমন নতুন একটা রুপ চলে আসে তাদের মধ্যে..!

ধীরে ধীরে সেই মেয়েটিকে অবহেলা করতে শুরু করে, আগে কল করে ১০ মিনিট কথা বলতো এখন ৫ মিনিট কথা বলে,,, আগে কিছু দিন পরপর মেয়েটিকে নিয়ে বাহিরে ঘুরতে যেতো আর এখন মেয়েটি ঘুরবার কথা বললে তাকে নানান বাহানা দিয়ে দূরে সরিয়ে রাখতে শুরু করে..!!!

এ অবহেলা মেয়েটিকে দিনের পরদিন কুঁড়ে কুঁড়ে খেতে থাকে..😪!

আসলে, মেয়েরা ছেলেদের মতো খুব সহজে প্রেমে পড়ে যায় না..! কিন্তু তারা যখন সত্যি সত্যি কারোর প্রেমে পড়ে যায়.., তখন তাদের ভালোবাসাটা আকাশ সমতুল্য হয়ে যায়..!

কিন্তু অধিকাংশ ছেলেরা সেই আকাশ সমতুল্য ভালোবাসার মূল্য দিতে জানে না...!

এভাবেই শেষ হয়ে যায় একটি মেয়ের ভালোবাসার স্বপ্ন...! মেয়েটি তখন ভাবতে থাকে ভালোবাসা যে সবি "মিছে মায়া"..!

তাই বলি,, ক্ষনিকের জন্য ভালোবাসা নহে, ভালোবাসা যে অনন্ত কালের ওহে,,

যদি কখনো কাউকে সত্যি কারের ভালোবাসাতে পারো তবেই কাউকে ভালোবাসাতে যেও..,,

"ভালোবাসা তোমার কাছে হাইড্রোজেন মনে হতে পারে কিন্তু অন্য একজন যে অক্সিজেন মনে করে বেঁচে থাকার স্বপ্ন দেখে".!!

(হ্যা আমি ছেলে তাই আমি আমাকেই বলেছি.. কারণ নিজেকেই যে সবার আগে পরিবর্তন বা ভালো হতে হবে)

1
$
User's avatar
@suraiyakter posted 3 years ago

Comments