২০১৫ সালের একটি সূচক অনুযায়ী পৃথিবী মহাবিশ্বের সবচেয়ে সেরা বাসযোগ্য গ্রহ নয়। অর্থাৎ মানুষের জন্য পৃথিবী থেকেও ভালো আরো একটি বাসযোগ্য গ্রহ রয়েছে। গ্রহটির নামে কেপলার-৪৪২বি। এটি একটি এক্সোপ্লানেট যার আকার অনেকটাই পৃথিবীর মত। আমাদের থেকে ১২০৬ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি এর নক্ষত্রের চারপাশের বাসযোগ্য স্থানের চারপাশে ঘোরে। ইনডেক্স অনুযায়ী এর রেটিং ০.৮৩৬ যেখানে পৃথিবীর রেটিং ০.৮২৯।

2
$
User's avatar
@Tamanna21 posted 4 years ago

Comments