মানুষ যত তারাতারি বাস্তবতা বুঝতে শিখে তত ভালো হয়। যেমন :- অভিনেতা অনন্ত জলিল ভাই। উনি অভিনয় না করে যদি প্রযোজনায় মন নিবেশ করতেন তাহলে দেশের অনেক উঠতি অভিনেতা সুযোগ পেত।
যেমনটা আমরা বলিউডের বড় বড় প্রযোজকদেরও দেখি। যেমন :- করন জোহর। সে যখন বাস্তবতা বুঝলো তাঁকে দিয়ে অভিনয় হবে না তখন কিন্তু...এবং এটা সে স্বীকার করেও।
আসলে এমন বাস্তবতা বুঝবে কখন আমাদের সিনেমা জগতে। দেখার বিষয় এটাই।
মানুষ যত তারাতারি বাস্তবতা বুঝতে শিখে তত ভালো হয়। যেমন :- অভিনেতা অনন্ত জলিল ভাই। উনি অভিনয় না করে যদি প্রযোজনায় মন নিবেশ করতেন তাহলে দেশের অনেক উঠতি অভিনেতা সুযোগ পেত। যেমনটা আমরা বলিউডের বড় বড় প্রযোজকদেরও দেখি। যেমন :- করন জোহর। সে যখন বাস্তবতা বুঝলো তাঁকে দিয়ে অভিনয় হবে না তখন কিন্তু...এবং এটা সে স্বীকার করেও। আসলে এমন বাস্তবতা বুঝবে কখন আমাদের সিনেমা জগতে। দেখার বিষয় এটাই।