আবার ভালোবাসো রাকিবুল হাসান

চায়ের কাপে চুমুক দিয়ে হঠাৎ আমি দেখি, সখি আমার সামনে বসা কাজল দেয়া আঁখি। নীল নয়না নেই তুলনা মধুর সুুরে বলে , নেইগো তুমি আগের মতো বুড়োই হয়ে গেলে। সখির চোখে চোখটি রেখে আদর করে বলি, চুলে আমার পাক ধরেছে মনটা ফুল কলি। জোছনা রাতে তোমার হাতে রাখি যখন হাত, ছন্দ নদীর দুকুল জুড়ে আসে মধুর রাত। কলম হাতে তোমায় আঁকি নিত্য নতুন রঙে, কথার কলি তোমার গলে পড়াই কত ঢঙে। চন্দ্র কিরণ তোমার মুখে করে অনেক খেলা, আকাশ দেখি মেঘের ফাঁকে ভাসিয়ে দেয় ভেলা। রাতের শেষে নতুন বেশে আমার কাছে আসো, কথার মালা ছড়িয়ে দিয়ে আবার ভালোবাসো।

10
$
User's avatar
@Rakibul287476 posted 3 years ago

Comments

Your article is so good. I think In future you will be able to became a great poet Thaks for your article

$ 0.00
3 years ago