আমাদের সৌরজগতের একেবারে বাইরের দিকের অংশে 139 টি নতুন ছোট গ্রহ আবিষ্কার হয়েছে। Dark Energy Survey দিয়ে নেপচুনের বাইরে এই গ্রহ গুলি আবিষ্কার হয়েছে। নেপচুন সূর্যের চারপাশে 39 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে প্রদক্ষিণ করছে। 1 A.U = সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব। নেপচুনের বাইরে রয়েছে কুইপার বেল্ট। এখানে হিমায়িত পাথুরে ধুমকেতু প্রচুর পরিমাণে রয়েছে। প্লুটো এখানেই অবস্থান করে। এদের সম্মিলিত ভর এস্টেরয়েড বেল্টের সম্মিলিত ভরের 100 গুণ বেশি। কুইপার বেল্ট এর মধ্যে এবং বাইরে 50 A.U দূরত্বে রয়েছে ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট বা T.N.O। এখন অব্দি আমরা 3000 টি T.N.O জেনেছি। তবে অনুমান করা হয় যে 100000 T.N.O আছে। এদের মধ্যে কতগুলির বিচিত্র কক্ষপথ আছে। Batygin and Brown মনে করেন সূর্যের কাছে নিকটতম অবস্থানে এরা মহাকাশে প্রায় একই অবস্থানে থাকে। এটিকে অনুমান করা হয় যে কোন অজানা বস্তু এদেরকে নির্দিষ্ট কোন কক্ষপথে জমা করে। এই ঘটনাটি Planet Nine এর অস্তিত্ব মনে করায়। মনে করা হয় Planet Nine এর ভর পৃথিবীর ভরের 15 গুণ বেশি এবং সূর্যকে 400 A.U বা তারও বেশি দূরত্বে প্রদক্ষিণ করছে। এর তীব্র মাধ্যাকর্ষণ শক্তি Extreme T.N.O গুলোকে একসাথে জমা করছে যখন তারা সূর্যের নিকটতম অবস্থানে থাকে। কিন্তু Planet Nine এর অস্তিত্ব সম্বন্ধে বিজ্ঞানীরা এখনো নিঃসন্দেহ হতে পারেননি। তবে আরো Extreme T.N.O আবিষ্কার আমাদেরকে এই বিষয়ে আরো জানতে সাহায্য করবে। 139 টি ছোট গ্রহ যে আবিষ্কার হয়েছে তাদের মধ্যে 7 টি হল Extreme T.N.O । The research has been published in Astrophysical Journal Supplement Series. 10.3.2020

0
$
User's avatar
@suraiyakter posted 3 years ago

Comments