কারো মধ্যে যদি তীব্র অভাববোধ কাজ করে যা তার নিজের কন্ট্রোলে নেই,, সে কখনো ভালমন্দ বিচার করতে পারবে না।এরকম মানুষদের ভাল উপদেশ দিলে এরা আপনার পিছনে আপনার গীবত করবে কিংবা আপনার উপদেশ নিয়ে পরিহাস করবে।দিনশেষে দেখবেন এরা সেই অভাবের চক্রে ঘুরপাক খাচ্ছে বছরের পর বছর।শুকরিয়া করা,আল্লাহর প্রতি বিশ্বাস রাখার মাধ্যেই সম্ভব ভাগ্যের পরিবর্তন।আর ভুল শুধরে নেয়ার মানসিকতা পরিবার হতে শিখতে হয়।এমন ভাবে অভাববোধ প্রকাশ করা উচিত নয় যেনো লোকে আপনার পরিবারকে নিচু ভাবে।নিজের আত্নসন্মানবোধ নিজেরই ধরে রাখতে হবে। অন্যথায় মানুষ দয়ার চোখে দেখবে, ভালবাসা দিয়ে নয়।
12
$
@Omar19
posted
4 years ago
একদম ঠিক কথাই বলেছেন। আল্লাহর উপর বিশ্বাস রাখাটাও অভাব থেকে বেরিয়ে আসার একটা উপায়।খুব ভালো লিখেছেন ভাইয়া। ভালো লেগেছ।