কোন সে অনিয়মে
অখণ্ড ভালোবাসা ভাগ হয়ে যায়
সময়ের পালাবদলে অনৈতিকতায়
মাতৃগর্ভের খ্যাতি প্রজন্মের তরে
ধরে রাখবে কে অদূর ভবিষ্যতে।
জন্ম সখের বসে স্রষ্টার নিয়মেই বেজন্মা হলেও দোষ কি তাতেই সুশিক্ষা সবাই পায়না ভবের হাটে আপন পর চেনা হয় স্বার্থের দ্বন্দ্বে।
অভিনয়ের অভিনব জীবন রথে অচ্ছতা অনৈতিক দূরভিসন্ধি রপ্তে কেউ এগিয়ে যায় স্বার্থে সময়ের স্রোতে সর্বস্ব হারায় কেউ যৌথ চিন্তা চেতনায়।
ভালোবাসা ভাগ হয়ে যায় ইচ্ছা অনিচ্ছায় স্বার্থের বাহন ঘুরপাক খায় চরিতার্থতায় মজা নেয় ভাঙনের গোমোরাহীর নেশায় স্বর্ণালী অতীত সুখি পরিবার স্বকীয়তা হারায়।
যৌথ নেশায় যৌথ পরিবার গ্রামীণ জনপদে ক্ষণজন্মা গুণী মায়ের বিরল আশির্বাদে দীর্ঘ কাল সমঝোতায় ধারাবাহিক টিকে থাকা মায়ের আর্দশের মতোই নেই কেউ আগলে রাখার।
ভালোবাসা ভাগ হয়ে গেলো অনেক বছর পর মায়ের আদর্শের মতোই জন্মায়নি এক জনও বিশেষ দিবসে স্মরণে স্মৃতির ভীড়ে মায়ের খোঁজে অখণ্ড ভালোবাসা ভাগ হলো কোন সে অনিয়মে।
খুজিঁ তোমাকে মাগো মোর জীবনের শেষান্তে শ্রদ্ধা ভালোবাসায় নিঃস্বার্থ মানবিক আয়োজনে মানুষ হতে পারবো কবে করোনা কালীন জীবন নাসে মানবিক মূল্যবোধ জেগে উঠুক সবার অন্তরে।
Nice