একজন সৎ মানুষ দারিদ্রতার জন্য কখনো তার সততাকে বিসর্জন দেন না।সততার মূল ভিত্তি গড়ে দেয় পরিবার।যখন কেউ দারিদ্রতার থেকে মুক্তির জন্য খারাপ পথ বেঁচে৷ নেয় তখন সে তার পরিবারকে নিচু করে।নিশ্চয়ই স্রষ্টা অসৎ লোকদের সাহায্য করবেন না।
9
$
@Omar19
posted
4 years ago
Comments
জি আমিও আপনার এই কথার সাথে একমত যে, একজন সৎ মানুষ দারিদ্রতার জন্য কখনো তার সততাকে বিসর্জন দিতে পারেন নাহ।
আসলে আমি তোমার সাথে সহমত একজন ব্যক্তি যদি সত থাকে তাহলে সে যতই কষ্ট পাক না কেন সে তার বিবেকের কাছে সবসময়ই শুদ্ধ থাকতে পারে তাই নিজের বিবেকের জন্য নিজের ভালো থাকা ভালো ভাবে বাঁচার জন্য সুস্থভাবে বাঁচার জন্য মানসিক শান্তি নিয়ে বাঁচার জন্য হলো আমাদের সৎ থাকা উচিত।
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। আমি আপনার সাথে পুরোপুরি একমত পোষন করছি। লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
এতো সুন্দরভাবে বাংলায় আর্টিকেল লিখার জন্য অনেক ধন্যবাদ ভাই।সাধারণত read.cash এ তেমন বাংলার কেউ লিখে না,কিন্তু যারা লিখে ওদের গুলো দেখে মন খুশি হয়ে যায়