Rogue planet মহাকাশের এক বিস্ময়কর গ্রহ। এই গ্রহ কোন প্লানেটারি সিস্টেম থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছে। এই Rogue planet কোন নক্ষত্রের মহাকর্ষীয় আকর্ষনে বাধা নয়। অর্থাৎ গ্রহটি কোন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে না। এরা হলো Free floating গ্রহ। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে এইরকম 4000 Rogue planet এর অস্তিত্ব জানা গেছে। সাধারণত Rogue planet এর ভর বৃহস্পতির ভরের দুইগুণ থেকে 40 গুণ বেশি হয়ে থাকে। কিন্তু এই প্রথম একটি Rogue planet আবিষ্কার হলো যার ভর পৃথিবীর ভরের প্রায় সমান। এই Rogue planet এর নাম OGLE-2016-BLG-1928 । এর ভর পৃথিবীর ভরের এবং মঙ্গল গ্রহের ভরের মাঝামাঝি। একে Warsaw Telescope at LAS Campanas Observatory in Chile দ্বারা সনাক্ত করা গেছে। এই Rogue planet যেহেতু কোন আলো নির্গত করে না বা একে ইনফারেট দিয়ে শনাক্ত করা যায় না, এর অস্তিত্ব অনুভব করতে গেলে আমাদের Micro lensing event দিয়ে বুঝতে হবে। Micro lensing হল যখন একটি ভরের বস্তু তার চারপাশের স্পেস টাইম কে দুমড়ে-মুচড়ে বাঁকিয়ে দেয়। সাধারণত কৃষ্ণ গহবরের ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়। কিন্তু এই ঘটনাটি কোন গ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। বাস্তবিকপক্ষে যখন কোন গ্রহ দূরবর্তী কোন নক্ষত্রের সাথে একই সরলরেখায় অবস্থান করে তখন নক্ষত্র থেকে নির্গত আলো ঐ গ্রহের কাছাকাছি এসে গ্রহের মাধ্যাকর্ষণের টানে বেঁকে যায়। সুতরাং বিজ্ঞানীরা এই micro lensing ঘটনা দিয়ে Rogue planet এর অস্তিত্ব অনুভব করেন।গবেষকরা বেঁকে যাওয়া আলোর অবস্থান দেখে Rogue planet এর ভর নির্ণয় করেন। অর্থাৎ এই Micro lensing এর সময়কাল যত কম হবে তত Rogue planet এর ভর কম হবে। সাধারণত Rogue planet গুলোর micro lensing এর সময় কয়েক ঘণ্টা। কিন্তু এই Rogue planet এর ক্ষেত্রে micro lensing এর ঘটনাটি মাত্র 42 মিনিট স্থায়ী হয়। সাধারণত Rogue Planet সৃষ্টি হওয়ার পেছনে কতগুলি কারণ আছে। মহাকর্ষীয় বস্তুর পারস্পরিক সংঘর্ষ যখন ঘটে অথবা এইসব গ্রহ যখন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণরত অন্য কোন গ্রহের খুব কাছাকাছি চলে আসে অথবা নক্ষত্র নিজেই এই গ্রহকে প্লানেটারি সিস্টেম থেকে বাইরে বার করে দেয় তখন Rogue planet সৃষ্টি হয়। তখন এই নিঃসঙ্গ গ্রহ তার নিজস্ব গ্যাস এবং ধূলিকণা দিয়ে পরিপূর্ণতা লাভ করে।

0
$
User's avatar
@suraiyakter posted 3 years ago

Comments