গল্পটা হলো Fantasy সিরিজ এর গল্প। এটা হলো একটি কাল্পনিক গল্প আর গল্পের সাথে বাস্তবের কোন মিল নাই।

গল্পঃ #কিং-ওফ-দ্যা-ও-এরিএঞ্চে part : 01

।।।।🙄🙄🙄🙄🙄🙄 ৭ বিলিয়ন বছর আগের কাহিনি। এই দুনিয়া তৈরি পারে এই দুনিয়ায় বসবাস করা শুরু করে। তিন জাতি এদের মধ্যে মানব জাতি হল সবচেয়ে বুদ্ধিমান জাতি। আর আরেকটা জাতি হল উইজার জাতি এরা মানুষের মতই দেখতে কিন্তু এরা জাদুর অধিকারি। আর মানুষেরা জাদুর অধিকারি নয়। কিন্তু আরেকটা জাতি সেটা হল মন্সটার জাতি এরা জাদু আর শক্তি সব দিক থেকেই শক্তিশালী। মন্সটার জাতির ভিতরে আবার আরও অনেক প্রকার আছে যেমন ঃ ভাম্পায়ার, উল্ফ, ভাইকিংস, ডরফস,এরেন্সফার, জায়েন্ট, ড্রাগন, ডেভিল, এঞ্জেল। এদের মধ্যে ড্রাগন, ডেভিল, এঞ্জেল এর সবচেয়ে শক্তিশালী। । ।।।। এদের মধ্যে অনেক শান্তিপূর্ণ এবং ভাল সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কে ধিরে ধিরে শেষ হয়ে যাই।লোভ লালসার মধ্যেমে।।তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। ।কিন্তু তা প্রকাশিত হয় নি। । ।। 😠😠😠😠 কিন্তু তার ৪বিলিয়ন বছর পর তারা ভাগ হয়ে যাই। বিভিন্নভাবে নিজেদের গত্রহিসাবে। আর শুরু হয় তাদের মধ্য তুমুল যুদ্ধ অ শত্রুতা। কিন্তু কোন জাতি কখনো এঞ্জেল ডেভিল ড্রাগন ডিমেন এর সাথে লরার খমতা নাই।এরা নিজেদের মধ্যেই যুদ্ধ করে। ডেভিল দের শত্রু এঞ্জেল। আর ডিমেন দের শত্রু ড্রাগন। আর অন্য সব জাতি তারা একে অপরের সাথে যুদ্ধ করে। কিন্তু মানুষ আর উইজার্ড একই জাতি হিশাবে থাকত কিন্তু তাদের মাজেও যুদ্ধে শুরু হয়েছে। এক কথায় পুরা দুনিয়ায় খারাপ অবস্থা তৈরি হয়েছে। সকল গত্রের মাঝে লোভ লালসা তৈরি হয়েছে। ।। ।।। এই দুনিয়ায় কেও সুখি ছিলনা।মানব জাতি দিন দিন অন্য জাতির কাছেই শেষ হয়ে যাচ্ছিল। ৪.৮৭ বিলিয়ন বছর ধরে নানাভাবে একে অপরের সাহিত মিত্রতা করে টিকে আছে। কোন উন্নিতি ছিলো না এই দুনিয়ায়। কিন্তু ভাম্পায়ার উল্ফ ও অন্য জাতির কাছে প্রতি নিয়িত মানুষ শিকার হতো । ।। ।।। কিন্তু এর মাঝে মানুষ জাতির মুক্তির প্রতিক হিসাবে কাজ করে।২ সত্তার অধিকারী এঞ্জেল কিং মাইকেল। মাইকেল ছিলো মানুষ ও এঞ্জেল এর ব্লাড এর সংমিশ্রণে তৈরী। । ।। মাইকেল হল সেই কিংবদন্তি যে সকল জাতির মাঝে সমজতা করেছিলো। মাইকেল কিং হওয়ার পরে তার কাজ শুরু করে। প্রথম তার সু বিসাল এঞ্জেল বাহিনী নিয়ে উইজার্ড বাহিনী এবং তাদের কিং কে হত্যা করে।কেননা উইজার্ড রা এক জাতির সাথে অন্য জাতির ঝামেলা বাধাই দিত। কিন্তু কিছু উইজার্ড বেচে ছিল তারা মানুষের মাঝেই সাধারণ ভাবেই বসবাস শুরু করে। এভাভে একের পর এক জাতির সাথে যুদ্ধ করে জয় লাভ করা শুরু করে।আবার দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনেন। এবং তিনি মিত্যুর সময়ে সকল জাতির প্রধান তইরী করে দেন। । ।। এবং একটা স্পেল পড়ে যেটা হলো একটা সনদের মতো। এর মধ্যও অনেক গুলো দফা ছিল। যেমন ১. বিনা কারণে কোন যুদ্ধ হবে না। ২, সকল গোত্রের নিজের আত্মসম্মান থাকবে। ৩,পুরা মন্সটার দুনিয়ায় প্রতিতি মন্সটার তাদের নিজ জাতির মাঝে নিজ রাজ্য বসবাস করবে মুক্ত ভাবে। । ।। ।।।। মাইকেল আরেকটি শক্তিশালী স্পেল পড়ে যেটার নাম ডিভাইডেসন। আর এই স্পেল এর ফলে মন্সটার দুনিয়া বিভেদ হয়ে। তৈরি হয় ১১ টি দুনিয়া, মানুষের জন্য হয় পৃথিবী। আর এঞ্জেল দের দুনিয়া হয় হেভেন। ডেভিলদের হয় এরসাক। ড্রাগনদের হয় ড্রাগনিয়া। ডিমান দের হয় এলিস। ভাম্পায়ার ও ওয়ার উল্ফ দের পৃথিবীর এক পাশে যাইগা হয়। আর অন্যান্য জাতি তারা বিভিন্ন যাইগাই বসবাস করে আলাদা গোত্র গঠন করে। এক কথা-ই মন্সটার দুনিয়া ভাগ হয়ে। একেক গোত্র / জাতি একেকটা দুনিয়া নিয়ে নেয় বসবাসের জন্য। কিন্তু এখানেই শেষ হয়নি। মাইকেল এর মরার পর।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,। ।। ।।।। ।।।।।। পরবর্তী part এর জন্য অপেক্ষা করুন। ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। কেমন হল কমেন্ট এর মধ্যমে জানাবেন।

8
$
User's avatar
@Rakibul287476 posted 4 years ago

Comments