Join 100,994 users already on read.cash

সে দিন আর বেশি দূরে নয়। অপেক্ষার শেষ হবে নিশ্চয়,, জিতটা তোমারই হবে হোক না আমার পরাজয়। নেই তবু কোনো ভয়। কিছু হার মাঝে মাঝা হয় মধুময়। কত রাত কতো দিন তোমারি অপেক্ষায় প্রহর গুনেছি প্রতিটি সকাল এখনো আমি আনমনা তোমাকে খুজছি। মনে হয় বুঝনা তুমি?? বুঝতে চাইবে কেন বলো? এখনো কি সকাল সন্ধা আনমনে আমাকে খুজো??

3
$
User's avatar
@Hridoy876 posted 2 years ago

Comments

Amazing post

$ 0.00
2 years ago