♦♦♦জানো মা♦♦♦
তোমার ছেলে আজ সব পারে!তোমার যে ছেলেটি ভয়ে রাতে ঘর থেকে বাহিরে যাওয়ার সাহস পেত না,সে আজ গভীর রাতে জনশূন্য খোলা আকাশের নিচে একা একা দারিয়ে থাকতে পারে।
যে নিজেই ভয়ে থর থর করে কাপাকাপি করত,সে আজ মানুষ নিরাপদে ঘুমাতে সাহায্য করে।
🕚,যে ছেলেটি রাত ৯ টার পর জেগে থাকতে পারতো না,সে এখন অনেক রাত নির্যূম কাটিয়ে দিতে পারে।
তোমার যে ছেলেটির চেচোমেচি দেখে অনেক সময় রেগে যেতে,সে এখন সারা দিনেও ১০ টি কথাও বলে না।
গোসলের পর যে ছেলেটি নিজের পরনের কাপরটি রেখে যেত।সে আজ নিজের এক গাদি করে কাপর ধুতে পারে।
যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো,সে আজ ঘুরার সময় খুজে পায়না🔒।
যার সকাল ৮ টার আগে ঘুম ভাঙ্গতো না সে এখন সকাল ৬ তার আগে প্রস্তুত থাকে💪।
যে ছেলে ১ টা মিনিট তোমাকে বাড়িতে না পেলে বারিটা মাথায় তুলতো,সে আজ কত দিন তোমার থেকে দূরে মা।
যে ছেলেটিকে তুমি একটা কাজ দিলে সে করতো না,সে আজ সারা দিনে অনেক কাজ করতে পারে।
যে ছেলেটি লুকিয়ে খেলা দেখতে যেত,সে আজ ডিউটি আর অপারেশনের চাপে খেলার কথা মনেই রাখতে পারে না।
যে ছেলেটি সুইয়ের আগাতকে ভয় পেত,সে আজ কামানের গোলাকেও ভয় করে না।
একটি কথার আঘাতে যে কেদেঁ ফেলতো,সে আজ কলিজাতে হাজারো কোটি আঘাত সয়তে পারে-।
সব কিছুর মূলে তোমার ছেলের প্রাপ্য কি জানো,তুমি মানুষের মাঝে গর্ব করে বলতে পারো-
তোমার ছেলে গর্বিত,কারণ-আমি এখনো খারাপ কাজে যায়নি।
♦♦♦জানো মা♦♦♦ তোমার ছেলে আজ সব পারে!তোমার যে ছেলেটি ভয়ে রাতে ঘর থেকে বাহিরে যাওয়ার সাহস পেত না,সে আজ গভীর রাতে জনশূন্য খোলা আকাশের নিচে একা একা দারিয়ে থাকতে পারে।
যে নিজেই ভয়ে থর থর করে কাপাকাপি করত,সে আজ মানুষ নিরাপদে ঘুমাতে সাহায্য করে।
🕚,যে ছেলেটি রাত ৯ টার পর জেগে থাকতে পারতো না,সে এখন অনেক রাত নির্যূম কাটিয়ে দিতে পারে।
তোমার যে ছেলেটির চেচোমেচি দেখে অনেক সময় রেগে যেতে,সে এখন সারা দিনেও ১০ টি কথাও বলে না।
গোসলের পর যে ছেলেটি নিজের পরনের কাপরটি রেখে যেত।সে আজ নিজের এক গাদি করে কাপর ধুতে পারে।
যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো,সে আজ ঘুরার সময় খুজে পায়না🔒।
যার সকাল ৮ টার আগে ঘুম ভাঙ্গতো না সে এখন সকাল ৬ তার আগে প্রস্তুত থাকে💪।
যে ছেলে ১ টা মিনিট তোমাকে বাড়িতে না পেলে বারিটা মাথায় তুলতো,সে আজ কত দিন তোমার থেকে দূরে মা।
যে ছেলেটিকে তুমি একটা কাজ দিলে সে করতো না,সে আজ সারা দিনে অনেক কাজ করতে পারে।
যে ছেলেটি লুকিয়ে খেলা দেখতে যেত,সে আজ ডিউটি আর অপারেশনের চাপে খেলার কথা মনেই রাখতে পারে না।
যে ছেলেটি সুইয়ের আগাতকে ভয় পেত,সে আজ কামানের গোলাকেও ভয় করে না।
একটি কথার আঘাতে যে কেদেঁ ফেলতো,সে আজ কলিজাতে হাজারো কোটি আঘাত সয়তে পারে-।
সব কিছুর মূলে তোমার ছেলের প্রাপ্য কি জানো,তুমি মানুষের মাঝে গর্ব করে বলতে পারো- তোমার ছেলে গর্বিত,কারণ-আমি এখনো খারাপ কাজে যায়নি।