ভালো থেকো

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ভুলের মূল্য ঘুচাবে, তুমি একদিন সেদিন সময় ও তোমার, পিছুটান মানবে না যত করেছ অভিনয়, ক্ষনিকের ভালোবাসায় সেদিন তুমি চাইলেও, খেতে পারবে না ঘুমাতে পারবে না তৃপ্তিভরে বেদনার অভেদঘাতে, ঝরঝর হবে প্রতি মূহুর্তে সেদিন আমার এই বিষাদময় মুখ প্রতি রাতে তোমার চোখের, বাজে স্বপ্ন হয়ে ধরা দিবে সেদিন নির্ঘুম রাত যখন তোমার, নিত্যদিনের অভ্যাস হবে সেদিন তুমি অবিলম্বে, স্বীকার করবে আমি তো সত্যিই, সেই পাপী আমি তো সত্যিই, সেই ছলনাময়ী আমি তো সে, যে নিজহাতে স্বপ্ন ভেঙেছি একজোড়া মায়াবী চাহনির সেদিন হয়তো তুমি, তোমার অপরাধবোধে অনুতপ্ত হবে আমার প্রাপ্তি নিয়ে, কোনো অভিযোগ এখনো নেই যা আগে ও ছিল না তুমি ভালো থেকো, এ-ই মোনাজাত করেছি প্রত্যহ করে যাবো চিরকাল ভালো থেকো

1
$
User's avatar
@tanima919 posted 3 years ago

Comments