" নীল বাঁশী "
লেখক: রাকিবুল হাসান
উননের আগুনে আভায় উদ্ভাসিত
তোমার সেই চঞ্চলা মুখ,
নৌকার উপর সন্ধ্যায় ফুলের মালার শিহরণ।
কাল পুরুষের তলোয়ার থেকে নক্ষত্র ছিনিয়ে
ঢেলে দিলাম শুধু তোমার চরণে।
অপরাহ্নে ভালোবাসা
চক্ষে নিয়ে গহন ভাষা
গান শোনালে সর্বনাশা।
এই কি তবে মোহন অপঘাত
কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত।
কাঙালিনী তোমার মুখের আদলে
উষ্ণ প্রেম রানীকে দেখতে শিখেছি।
আজ অবাক চিহ্ন দু'চোখে ভোরের ভেজা ফুল
চেয়ে দেখি রোঁয়া ওঠা নখভর্তি নীল দুটি হাত।
অনন্ত অস্থির চোখে বেদনার মেঘে ঢাকা পৃথিবী
তুমি যেন কাছে থেকেও কাছে নেই
বিষন্ন সুরের ঝড় তুললাম নীল বাঁশীতে
তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব।
মৃতের নগরিতে আর কতোকাল ঘুরে বেড়াবো
খোঁপা খুলে দাঁড়িয়ে আছ অন্ধকারে,
কিসের স্তম্ভিত বাসনায়।
সাবিত্রী তোমাকে দেখে নিলাম
চৌরঙ্গির অন্ধকারে।

" নীল বাঁশী " লেখক: রাকিবুল হাসান
উননের আগুনে আভায় উদ্ভাসিত তোমার সেই চঞ্চলা মুখ, নৌকার উপর সন্ধ্যায় ফুলের মালার শিহরণ। কাল পুরুষের তলোয়ার থেকে নক্ষত্র ছিনিয়ে ঢেলে দিলাম শুধু তোমার চরণে।
অপরাহ্নে ভালোবাসা চক্ষে নিয়ে গহন ভাষা গান শোনালে সর্বনাশা। এই কি তবে মোহন অপঘাত কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত। কাঙালিনী তোমার মুখের আদলে উষ্ণ প্রেম রানীকে দেখতে শিখেছি। আজ অবাক চিহ্ন দু'চোখে ভোরের ভেজা ফুল চেয়ে দেখি রোঁয়া ওঠা নখভর্তি নীল দুটি হাত। অনন্ত অস্থির চোখে বেদনার মেঘে ঢাকা পৃথিবী তুমি যেন কাছে থেকেও কাছে নেই বিষন্ন সুরের ঝড় তুললাম নীল বাঁশীতে তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব। মৃতের নগরিতে আর কতোকাল ঘুরে বেড়াবো খোঁপা খুলে দাঁড়িয়ে আছ অন্ধকারে, কিসের স্তম্ভিত বাসনায়। সাবিত্রী তোমাকে দেখে নিলাম
চৌরঙ্গির অন্ধকারে।