বিল ক্লিনটনের আমলে আমেরিকা সফরে গেছেন ; ইংরেজীতে দূর্বল তখনকার জাপানের প্রধানমন্ত্রী।
দোভাষী প্রধানমন্ত্রীকে আগে থেকেই বলে রেখেছিলেন, প্রেসিডেন্টকে আপনি শুধু বলবেন - How are you? (আপনি কেমন আছেন?)
এর জবাবে প্রেসিডেন্ট আপনাকে বলবেন-I am fine (আমি ভাল আছি)
উত্তরে আপনি বলবেন- Me too (আমিও ভাল আছি)
কিন্তু সাক্ষাতের সময় জাপানের প্রধানমন্ত্রী ভুল করে How are you-এর পরিবর্তে বিল ক্লিনটনকে বললেন- Who are you? (আপনি কে?)
ইংরেজীতে জাপানের প্রধানমন্ত্রীর দুর্বলতা ধরতে পেরে বিল ক্লিনটনও একটু রসিকতা করে বললেন- I am the husband of Hillari Clinton (আমি হিলারী ক্লিনটনের স্বামী)
উত্তরে জাপানের প্রধানমন্ত্রী বললেন- Me too (আমিও)
[ সংগৃহীত ]
বিল ক্লিনটনের আমলে আমেরিকা সফরে গেছেন ; ইংরেজীতে দূর্বল তখনকার জাপানের প্রধানমন্ত্রী।
দোভাষী প্রধানমন্ত্রীকে আগে থেকেই বলে রেখেছিলেন, প্রেসিডেন্টকে আপনি শুধু বলবেন - How are you? (আপনি কেমন আছেন?) এর জবাবে প্রেসিডেন্ট আপনাকে বলবেন-I am fine (আমি ভাল আছি) উত্তরে আপনি বলবেন- Me too (আমিও ভাল আছি)
কিন্তু সাক্ষাতের সময় জাপানের প্রধানমন্ত্রী ভুল করে How are you-এর পরিবর্তে বিল ক্লিনটনকে বললেন- Who are you? (আপনি কে?)
ইংরেজীতে জাপানের প্রধানমন্ত্রীর দুর্বলতা ধরতে পেরে বিল ক্লিনটনও একটু রসিকতা করে বললেন- I am the husband of Hillari Clinton (আমি হিলারী ক্লিনটনের স্বামী)
উত্তরে জাপানের প্রধানমন্ত্রী বললেন- Me too (আমিও)
[ সংগৃহীত ]