স্প্যাম ইমেইল থেকে সতর্ক থাকুন- দেখে নিন কিভাবে ইমেইলের সত্যতা যাচাই করবেন

কিছু কথোপকথন ছাড়াও ইমেইল এখন বেশ কয়েকটি কাজে ব্যবহার করা হচ্ছে । তবে ইমেইল কিন্তু এখন সাইবার ক্রাইমের আওতার বাইরে নয়। হ্যাকাররা বর্তমানে ইমেইল কে ব্যবহার করে বেশকিছু জালিয়াতি করতে শুরু করেছে। কিছুদিন আগেই জিমেইল এর মাধ্যমে একটি ভুয়া ম্যাসেজ ছড়ানো হয়েছিল যার মাধ্যমে মানুষকে কিছু গিফট দেওয়ার প্রলোভন দেখানো হতো । তারপর তাদের কাছ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলগুলি চেয়ে নিয়ে তাদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হত। এবার শুরু হয়েছে স্প্যাম ইমেলের উপদ্রব। এই ইমেইল গুলির মাধ্যমে মূলত মানুষকে ঠকানো হয়। তাই যদি আপনি সেরকম ইমেইল গুলিকে ব্লক করতে চান জিমেইল অ্যাপ থেকে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন-

১ . প্রথমে আপনার জিমেইল অ্যাপে লগইন করুন এবং সেই নির্দিষ্ট ইমেইল প্রেরক কে চিহ্নিত করুন।

২ . তারপর তার ইমেইল বক্স খুলে উপরের তিনটি ডটে ক্লিক করুন। তারপর ব্লক অপশনে ক্লিক করুন।

৩. পপ-আপ এলে সেখানে আবার ব্লক বাটন চেপে ব্লক করুন।

ব্লক ফিল্টার-

১ . এর জন্য প্রথমে আপনাকে জিমেইলে লগইন করে সার্চ বারের ড্রপডাউন বাটনে ট্যাপ করুন

২ . এবার ‘To’ ইমেল প্রেরকের নাম অথবা ইমেইল আইডি সার্চ করে ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করুন।

৩ . তারপরে ডিলিট বাটনে ক্লিক করে ওই প্রেরকের থেকে আসা সমস্ত ইমেইল একসাথে ডিলিট করে দিন।

11
$
User's avatar
@Kaikakaifa123 posted 4 years ago

Comments

Nice

$ 0.00
4 years ago