অপেক্ষক
অপেক্ষার প্রহর আর শেষ হয় না তুমি আসবে বলে, ধরা দিবে বলেও দাও না কত দিন কত রাত যায় কেটে ভেবে তোমায় একেলা, তুমি আসবে জানি একদিন এই ভেবে চেয়ে থাকি দূরপানে তবু তুমি তো আর আসো না দুরের ওই গাঙচিল টা ও আর দেখা যায় না। ঘুম ভেঙ্গে রোজ সকাল বেলা দেখি নতুন স্বপ্ন, কত আশা চোখে ভাসা দিন যায় অবিরত। গ্রীষ্মের ঐ প্রচণ্ড রোদে তবু তুমি এক পসলা বৃষ্টি হয়ে ও আসো না। জীবিকার টানে পথে পথে ঘুরে ক্লান্ত পথিক এক, তৃষ্ণায় ফাটে বুক তবু তার জল খাওয়া হল না; নতুন করে স্বপ্ন দেখেও তার অপেক্ষার প্রহর আর শেষ হয় না। রোজ বিকেলের ঘুম ও আর তার ঐ চোখেতে নামে না, ঘুম ও যে আজ স্বার্থপর, আসবে কেন? ও কি জানে না তুই কে! তুইতো অভাগা, এই পৃথিবী আর তোর জন্য নয় তা যে ও বুঝে গেছে। তবু তুই কেন বুঝিস না? নতুন নতুন স্বপ্ন দেখা, নতুন করে পথ চলা তবু তুই থামাবি না। তোর অপেক্ষার প্রহর আর শেষ হবে না।
Nice